বিএনপির প্রার্থীর বাড়িতে তোফায়েল
ভোলা প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৭:৪৯
ভোলায় আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরে বাস ভবনে গিয়ে শুভেচ্ছো বিনিময় করেন।
ভোলায় আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরে বাস ভবনে গিয়ে শুভেচ্ছো বিনিময় করেছেন। শনিবার সকালে তোফায়েল এই ব্যতিক্রমী প্রচারণার মধ্যদিয়ে পৌর এলাকায় গনসংযোগের সূচনা করেন।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। আওয়ামীলীগ প্রার্থীদের পাশাপাশি মাঠে নেছেন বিএনপি প্রার্থীরাও।
আজ সকালে তোফায়েল আহমেদ প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থীর বাস ভবনে গিয়ে শুভেচ্ছো বিনিময়কালে সাংবাদিকদের বলেন, এখানে কোন রাজনৈতিক কোন হানাহানি নেই। শান্তিপূর্ন পরিবেশ বিরাজ করছে, কারোর প্রচারনায় কেউ বাধা সৃষ্টি করছেনা। এ সময় আওয়ামীলীগ-বিএনপি উভয় দলের প্রার্থী শান্তিপূর্ন অবস্থানে থেকে নির্বাচন পরিচালনার অঙ্গীকার করেন।
আওয়াম লীগ সরকারের ১০ বছর ভোলার মানুষ খুবই শান্তিতে আছে উল্লেখ করে তোফায়েল সাংবাদিকদের বলেন, "তবে ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি যে অত্যাচার করেছে আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে মানুষ তার জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।"
তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলার প্রধান সমস্যা ছিলো নদী ভাঙ্গন । তা আমি রোধ করেছি। এখন আমার স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মান করা । তাও করবো।
এর আগে তোফায়েল আহমেদ ভোলা শহরের প্রধান সড়ক বাংলা স্কুল মোড,সদর রোড,মহাজনপট্রি এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরন করেন।
অপরদিকে শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা চালিয়েছেন ভোলা ১ আসনের বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর। নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তিনিও।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ভোলা প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৭:৪৯

ভোলায় আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরে বাস ভবনে গিয়ে শুভেচ্ছো বিনিময় করেছেন। শনিবার সকালে তোফায়েল এই ব্যতিক্রমী প্রচারণার মধ্যদিয়ে পৌর এলাকায় গনসংযোগের সূচনা করেন।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। আওয়ামীলীগ প্রার্থীদের পাশাপাশি মাঠে নেছেন বিএনপি প্রার্থীরাও।
আজ সকালে তোফায়েল আহমেদ প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থীর বাস ভবনে গিয়ে শুভেচ্ছো বিনিময়কালে সাংবাদিকদের বলেন, এখানে কোন রাজনৈতিক কোন হানাহানি নেই। শান্তিপূর্ন পরিবেশ বিরাজ করছে, কারোর প্রচারনায় কেউ বাধা সৃষ্টি করছেনা। এ সময় আওয়ামীলীগ-বিএনপি উভয় দলের প্রার্থী শান্তিপূর্ন অবস্থানে থেকে নির্বাচন পরিচালনার অঙ্গীকার করেন।
আওয়াম লীগ সরকারের ১০ বছর ভোলার মানুষ খুবই শান্তিতে আছে উল্লেখ করে তোফায়েল সাংবাদিকদের বলেন, "তবে ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি যে অত্যাচার করেছে আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে মানুষ তার জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।"
তোফায়েল আহমেদ আরও বলেন, ভোলার প্রধান সমস্যা ছিলো নদী ভাঙ্গন । তা আমি রোধ করেছি। এখন আমার স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মান করা । তাও করবো। এর আগে তোফায়েল আহমেদ ভোলা শহরের প্রধান সড়ক বাংলা স্কুল মোড,সদর রোড,মহাজনপট্রি এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরন করেন।
অপরদিকে শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা চালিয়েছেন ভোলা ১ আসনের বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর। নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তিনিও।