পটুয়াখালীতে রনির স্ত্রীকে বহনকারী গাড়িতে হামলা
পটুয়াখালী প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৯:০২
পটুয়াখালী-৩ আসনে বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির নির্বাচনী প্রচারনার গাড়ীতে হামলা করেছে দুর্বৃত্তরা।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ আহত হয়েছে ২জন। এ সময় গাড়িতে রনির স্ত্রীসহ নিকট আত্মীয়রা গাড়িতে ছিলেন।
শনিবার বিকেলে গলাচিপা উপজেলার টিঅ্যান্ডটি রোডে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নির্বাচনী প্রচারণায় বাধা দিতে আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রনির স্ত্রী রুনু বেগম।
রনির স্ত্রী দেশ রূপান্তরকে জানান, আবু তালেব মিয়ার বাড়ি থেকে ফেরার পথে ১০/১২ জন দুর্বৃত্তের একটি দল অতর্কিত হামলা চালিয়ে গাড়ির সামনের পেছনের ও জানালার কাচ ভেঙে ফেলে। এ সময় তার বোন ও একটি শিশু আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো জানান, এ হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের।
হামলার ঘটনা মৌখিকভাবে শুনেছেন বলে উল্লেখ করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ দেশ রূপান্তরকে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পটুয়াখালী প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৯:০২

পটুয়াখালী-৩ আসনে বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ আহত হয়েছে ২জন। এ সময় গাড়িতে রনির স্ত্রীসহ নিকট আত্মীয়রা গাড়িতে ছিলেন।
শনিবার বিকেলে গলাচিপা উপজেলার টিঅ্যান্ডটি রোডে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নির্বাচনী প্রচারণায় বাধা দিতে আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রনির স্ত্রী রুনু বেগম।
রনির স্ত্রী দেশ রূপান্তরকে জানান, আবু তালেব মিয়ার বাড়ি থেকে ফেরার পথে ১০/১২ জন দুর্বৃত্তের একটি দল অতর্কিত হামলা চালিয়ে গাড়ির সামনের পেছনের ও জানালার কাচ ভেঙে ফেলে। এ সময় তার বোন ও একটি শিশু আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো জানান, এ হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের।
হামলার ঘটনা মৌখিকভাবে শুনেছেন বলে উল্লেখ করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ দেশ রূপান্তরকে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।