ধানের শীষের দেড়’শো প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা, অভিযোগ রিজভীর
নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৪
শনিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রিজভী। ছবি: ফোকাস বাংলা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে এখন পর্যন্ত ধানের শীষের দেড়’শো প্রার্থীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি এসব হামলার জন্য আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযুক্ত করেছেন। এছাড়া, তিনি ড. কামালসহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের ওপর হামলার জন্যও অভিযোগ করেন।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এসব অভিযোগ করেন রিজভী। খালেদা জিয়াসহ বেশ কয়েকজনের বিষয়ে আইনি জটিলতা সৃষ্টি করে তাদের প্রার্থিতা অনিশ্চিত করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই সমস্ত হামলা, আক্রমণ, গ্রেপ্তার সিইসি’র ইঙ্গিতে অথবা প্রশ্রয়ে হয়েছে, এসবের জন্য তার দায় এড়ানোর কোন সুযোগ নেই। তফসিল ঘোষণার পর যেহেতু নির্বাচনী সকল কার্যক্রম কমিশনের ওপর চলে আসে সেহেতু সিইসি-ই এর জন্য দায়ী। তার পেছনে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলে অভিযোগ করেন তিনি।
ড. কামাল হোসেনের নামে করা জিডি প্রসঙ্গে রিজভী বলেন, এর মাধ্যমে সরকার যে বার্তাটি দিলো তা নিম্ন রুচির।
তিনি বলেন, ড. কামাল হোসেন সাহেবের যদি খামোশ বলা অন্যায় হয়ে থাকে ,তবে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই-এইচ টি ইমাম যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ধমকিয়ে বলেন-‘তুমি কি বিএনপি যে বিএনপি’র মতো প্রশ্ন করো ? তুমি কি মওদুদ ?’ কই আপনি তো এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখাননি।
রিজভী বলেন, তারা ড. কামাল হোসেন সাহেবের গাড়িতে আক্রমণের সাফাই গাইছেন, তার মতো বরেণ্য ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ বলছেন। এই সাফাইকারি ক্রীতদাসদের কারণেই বাংলাদেশ এখন দুর প্রস্তর যুগে ফিরে যাচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে এখন পর্যন্ত ধানের শীষের দেড়’শো প্রার্থীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি এসব হামলার জন্য আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযুক্ত করেছেন। এছাড়া, তিনি ড. কামালসহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের ওপর হামলার জন্যও অভিযোগ করেন।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এসব অভিযোগ করেন রিজভী। খালেদা জিয়াসহ বেশ কয়েকজনের বিষয়ে আইনি জটিলতা সৃষ্টি করে তাদের প্রার্থিতা অনিশ্চিত করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই সমস্ত হামলা, আক্রমণ, গ্রেপ্তার সিইসি’র ইঙ্গিতে অথবা প্রশ্রয়ে হয়েছে, এসবের জন্য তার দায় এড়ানোর কোন সুযোগ নেই। তফসিল ঘোষণার পর যেহেতু নির্বাচনী সকল কার্যক্রম কমিশনের ওপর চলে আসে সেহেতু সিইসি-ই এর জন্য দায়ী। তার পেছনে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলে অভিযোগ করেন তিনি।
ড. কামাল হোসেনের নামে করা জিডি প্রসঙ্গে রিজভী বলেন, এর মাধ্যমে সরকার যে বার্তাটি দিলো তা নিম্ন রুচির।
তিনি বলেন, ড. কামাল হোসেন সাহেবের যদি খামোশ বলা অন্যায় হয়ে থাকে ,তবে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই-এইচ টি ইমাম যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ধমকিয়ে বলেন-‘তুমি কি বিএনপি যে বিএনপি’র মতো প্রশ্ন করো ? তুমি কি মওদুদ ?’ কই আপনি তো এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখাননি।
রিজভী বলেন, তারা ড. কামাল হোসেন সাহেবের গাড়িতে আক্রমণের সাফাই গাইছেন, তার মতো বরেণ্য ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ বলছেন। এই সাফাইকারি ক্রীতদাসদের কারণেই বাংলাদেশ এখন দুর প্রস্তর যুগে ফিরে যাচ্ছে।