যশোরে ধানের শীষ প্রার্থীর পথসভা ও মিছিলে বোমা হামলা
যশোর প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৯
ধানের শীষ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পথসভায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
যশোর-৩ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পথসভায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে সদরের আরবপুর ইউনিয়নে এবং শহরের বারান্দিপাড়া এলাকায় এই হামলা চালানো হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, কারা বোমা হামলা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, বেলা পৌনে ১১টার দিকে আরবপুর ইউনিয়নের কদমতলা মোড়ে গণসংযোগ ও পথসভা শেষ হওয়ার সঙ্গে ১০-১১ সন্ত্রাসী মোটরসাইকেলে এসে পরপর দুটি হাতবোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। বোমা হামলায় কেউ হতাহত না হলেও সন্ত্রাসীরা অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িবহর থেকে মোশাররফ নামে ষাটোর্ধ্ব এক বিএনপি নেতাকে ধরে মারপিট করে। পরে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধে এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
অপরদিকে একই দিনে বিকেলের দিকে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকায় অমিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল করার সময় পরপর ৪টি বোমার বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বোমা হামলার ঘটনায় বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এ আসনের নৌকার প্রার্থীর লোকজন জড়িত বলে অভিযোগ করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
যশোর প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৯

যশোর-৩ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পথসভায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে সদরের আরবপুর ইউনিয়নে এবং শহরের বারান্দিপাড়া এলাকায় এই হামলা চালানো হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, কারা বোমা হামলা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, বেলা পৌনে ১১টার দিকে আরবপুর ইউনিয়নের কদমতলা মোড়ে গণসংযোগ ও পথসভা শেষ হওয়ার সঙ্গে ১০-১১ সন্ত্রাসী মোটরসাইকেলে এসে পরপর দুটি হাতবোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। বোমা হামলায় কেউ হতাহত না হলেও সন্ত্রাসীরা অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িবহর থেকে মোশাররফ নামে ষাটোর্ধ্ব এক বিএনপি নেতাকে ধরে মারপিট করে। পরে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধে এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
অপরদিকে একই দিনে বিকেলের দিকে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকায় অমিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল করার সময় পরপর ৪টি বোমার বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বোমা হামলার ঘটনায় বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এ আসনের নৌকার প্রার্থীর লোকজন জড়িত বলে অভিযোগ করেন।