হামলার প্রতিবাদে আমরণ অনশনে লতিফ সিদ্দিকী
টাঙ্গাইল প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ২১:০৯
রোববার নির্বাচনী প্রচারে হামলার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন লতিফ সিদ্দিকী। ছবি: দেশ রূপান্তর
টাঙ্গাইলের কালিহাতীতে নির্বাচনী প্রচারের সময় গাড়ি বহরে হামলা ও ভাংচুরের বিচার এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে তাদের বিচার ও কালীহাতি থানার ওসির অপসারণের দাবি জানান তিনি।
রবিবার দুপুরে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল এলাকায় হামলার ঘটনা ঘটে।
এরপর বিচার দাবিতে কাদের সিদ্দকী রোববার ২টা থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকতার অফিসের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। সন্ধ্যা থেকে তিনি আমরণ অনশনের ঘোষণা দেন।
পদ হারানো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী দুপুরে বলেন, প্রতিদিনের মতো সকাল নির্বাচনী প্রচারে সকালে বাসা থেকে বের হই। দুপুরের দিকে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের ইন্ধনে গাড়িবহড়ে হামলা করে।
এ ঘটনায় লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িসহ তিনটি গাড়ি ভাংচুর করা হয়। এসময় ইট পাটকেলের আঘাতে তার কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে তিনি জানান।
ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলীয় পদ ও মন্ত্রীত্ব হারানো সাবেক এ সংসদ সদস্য সন্ধ্যায় জানান, কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেনকে অপসারণ, হামলায় জড়িতদের বিচার ও নির্বাচনী পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন।
জেলা প্রশাসক শহীদুল ইসলাম তাকে সান্ত্বনা দিতে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
টাঙ্গাইল প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ২১:০৯

টাঙ্গাইলের কালিহাতীতে নির্বাচনী প্রচারের সময় গাড়ি বহরে হামলা ও ভাংচুরের বিচার এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে তাদের বিচার ও কালীহাতি থানার ওসির অপসারণের দাবি জানান তিনি।
রবিবার দুপুরে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল এলাকায় হামলার ঘটনা ঘটে।
এরপর বিচার দাবিতে কাদের সিদ্দকী রোববার ২টা থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকতার অফিসের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। সন্ধ্যা থেকে তিনি আমরণ অনশনের ঘোষণা দেন।
পদ হারানো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী দুপুরে বলেন, প্রতিদিনের মতো সকাল নির্বাচনী প্রচারে সকালে বাসা থেকে বের হই। দুপুরের দিকে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের ইন্ধনে গাড়িবহড়ে হামলা করে।
এ ঘটনায় লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িসহ তিনটি গাড়ি ভাংচুর করা হয়। এসময় ইট পাটকেলের আঘাতে তার কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে তিনি জানান।
ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলীয় পদ ও মন্ত্রীত্ব হারানো সাবেক এ সংসদ সদস্য সন্ধ্যায় জানান, কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেনকে অপসারণ, হামলায় জড়িতদের বিচার ও নির্বাচনী পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন।
জেলা প্রশাসক শহীদুল ইসলাম তাকে সান্ত্বনা দিতে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।