মিলনের মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৪
রবিবার বিকালে কালীগঞ্জের বর্তুল গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলনের মুক্তি দাবি করেন তার স্ত্রী।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএ ফজলুল হক মিলনের মুক্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী সম্পা হক।
রবিবার বিকেলে কালীগঞ্জের বর্তুল গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ফজলুল হক মিলন নিশ্চিত বিজয়ী হবেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে সম্পা হক বলেন, এ কথা জেনে সরকার তাকে পুলিশ দিয়ে হয়রানি ও নির্যাতন করছে। তিনি সব ক’টি মামলায় জামিনে ছিলেন। গত ১৩ ডিসেম্বর বিকেলে ফজলুল হক মিলন নিজ বাড়িতে কর্মী সভা করছিলেন। হঠাৎ ডিবি পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে ফিল্মি কায়দায় তাকে আটক করে। এসময় পুলিশ আতঙ্ক ছড়ানোর জন্য ফাঁকা গুলি বর্ষণ এবং নেতাকর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর চালায়।
তিনি বলেন, একজন সাবেক এমপি এবং বর্তমান প্রার্থীকে এ ভাবে তুলে নেয়ার ঘটনায় নির্বাচনে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর পুলিশকে জামিনের কাগজপত্র দেখিয়েছি। পুলিশ তা আমলে নেয়নি।
তিনি বলেন, কালীগঞ্জের আওয়ামী লীগের প্রার্থী মনে করছে ফজলুল হক মিলন নিশ্চিত বিজয় হবে। এ জন্য আমাদের নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য এ সব করা হচ্ছে।
তিনি বলেন, ফজলুল হক মিলনকে ঢাকার রমনা থানার একটি নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। ইসি বলেছিলেন পূর্বের কোন মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে নতুন করে কোন মামলায় নেতাকর্মীকে গ্রেপ্তার ও হয়রানি করা হবে না। মিলনকে গ্রেপ্তারের মাধ্যমে ইসির এ নির্দেশ অমান্য করেছে পুলিশ।
অন্যায় এ গ্রেপ্তারের ধিক্কার জানিয়ে অবিলম্বে ফজলুল হক মিলনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি নিজের এবং নেতা কর্মীদের নিরাপত্তা, হামলা, মামলা বন্ধেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি হুমায়ূন কবীর মাস্টার, মনিরুজ্জামান খান লাভলু, বিএনপি নেতা ফজলুল হক নয়ন বাগমার, ফরিদ আহমেদ মৃধা, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর কবীর, হারুন অর রশীদ, জয়নাল আবেদীন, নাজমা বেগম প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গাজীপুর প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএ ফজলুল হক মিলনের মুক্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী সম্পা হক।
রবিবার বিকেলে কালীগঞ্জের বর্তুল গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ফজলুল হক মিলন নিশ্চিত বিজয়ী হবেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে সম্পা হক বলেন, এ কথা জেনে সরকার তাকে পুলিশ দিয়ে হয়রানি ও নির্যাতন করছে। তিনি সব ক’টি মামলায় জামিনে ছিলেন। গত ১৩ ডিসেম্বর বিকেলে ফজলুল হক মিলন নিজ বাড়িতে কর্মী সভা করছিলেন। হঠাৎ ডিবি পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে ফিল্মি কায়দায় তাকে আটক করে। এসময় পুলিশ আতঙ্ক ছড়ানোর জন্য ফাঁকা গুলি বর্ষণ এবং নেতাকর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর চালায়।
তিনি বলেন, একজন সাবেক এমপি এবং বর্তমান প্রার্থীকে এ ভাবে তুলে নেয়ার ঘটনায় নির্বাচনে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর পুলিশকে জামিনের কাগজপত্র দেখিয়েছি। পুলিশ তা আমলে নেয়নি।
তিনি বলেন, কালীগঞ্জের আওয়ামী লীগের প্রার্থী মনে করছে ফজলুল হক মিলন নিশ্চিত বিজয় হবে। এ জন্য আমাদের নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য এ সব করা হচ্ছে।
তিনি বলেন, ফজলুল হক মিলনকে ঢাকার রমনা থানার একটি নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। ইসি বলেছিলেন পূর্বের কোন মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে নতুন করে কোন মামলায় নেতাকর্মীকে গ্রেপ্তার ও হয়রানি করা হবে না। মিলনকে গ্রেপ্তারের মাধ্যমে ইসির এ নির্দেশ অমান্য করেছে পুলিশ।
অন্যায় এ গ্রেপ্তারের ধিক্কার জানিয়ে অবিলম্বে ফজলুল হক মিলনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি নিজের এবং নেতা কর্মীদের নিরাপত্তা, হামলা, মামলা বন্ধেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি হুমায়ূন কবীর মাস্টার, মনিরুজ্জামান খান লাভলু, বিএনপি নেতা ফজলুল হক নয়ন বাগমার, ফরিদ আহমেদ মৃধা, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর কবীর, হারুন অর রশীদ, জয়নাল আবেদীন, নাজমা বেগম প্রমুখ।