ফরিদপুরে নৌকার ক্যাম্পে সিংহের হামলা, আহত-২০
ফরিদপুর প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৪
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত পূর্ণ হয়ে উঠছে ফরিদপুর-৪ আসন। রোববার নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় এই আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের সমর্থকেরা। এতে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। অন্যদিকে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
রবিবার সন্ধ্যায় সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারে নৌকা প্রতীকের ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় সিংহ প্রতীকের সমর্থকরা। এতে আওয়ামী লীগের কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলা সদরে নিক্সন সমর্থকদের হামলা আহত হন ৫ আওয়ামী লীগ কর্মী। এর জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে ২ঘন্টা সড়ক অবরোধ করে রাখে নৌকার সমর্থকরা।
নৌকা প্রতীকের সমর্থকরা জানান, রবিবার সন্ধ্যায় ঢেউখালী ইউ.পি চেয়ারম্যান ওমর ফারুক বেপারীর নেতৃত্বে নিক্সন চৌধুরীর লোকজন আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাদের হামলায় ২০ আওয়ামী লীগ কর্মী আহত হয় । পরে সদরপুর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদরপুর থানার অফিসার ইন-চার্জ লুৎফর রহমান জানান, হামলার ঘটনায় আমরা ঢেউখালি ইউনিয়নের চেয়ারম্যানকে আটক করেছি । পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফরিদপুর প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত পূর্ণ হয়ে উঠছে ফরিদপুর-৪ আসন। রোববার নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় এই আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের সমর্থকেরা। এতে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। অন্যদিকে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
রবিবার সন্ধ্যায় সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারে নৌকা প্রতীকের ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় সিংহ প্রতীকের সমর্থকরা। এতে আওয়ামী লীগের কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলা সদরে নিক্সন সমর্থকদের হামলা আহত হন ৫ আওয়ামী লীগ কর্মী। এর জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে ২ঘন্টা সড়ক অবরোধ করে রাখে নৌকার সমর্থকরা।
নৌকা প্রতীকের সমর্থকরা জানান, রবিবার সন্ধ্যায় ঢেউখালী ইউ.পি চেয়ারম্যান ওমর ফারুক বেপারীর নেতৃত্বে নিক্সন চৌধুরীর লোকজন আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাদের হামলায় ২০ আওয়ামী লীগ কর্মী আহত হয় । পরে সদরপুর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদরপুর থানার অফিসার ইন-চার্জ লুৎফর রহমান জানান, হামলার ঘটনায় আমরা ঢেউখালি ইউনিয়নের চেয়ারম্যানকে আটক করেছি । পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।