সারাদেশে ১,০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:৩২
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংঘাত ও সহিংসতা রোধে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার একযোগে সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন) বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবির জনসংযোগ বিভাগের পরিচালক মুহসিন রেজা দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকাসহ দেশব্যাপী ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
তিনি জানান, বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় টহল দেবে। যেকোনো ধরনের নির্বাচনী সংঘাত ও সহিংসতা রোধে ব্যবস্থা নেবে এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান মুহসিন রেজা।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের কথা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে ২৪ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:৩২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংঘাত ও সহিংসতা রোধে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার একযোগে সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন) বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবির জনসংযোগ বিভাগের পরিচালক মুহসিন রেজা দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকাসহ দেশব্যাপী ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
তিনি জানান, বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় টহল দেবে। যেকোনো ধরনের নির্বাচনী সংঘাত ও সহিংসতা রোধে ব্যবস্থা নেবে এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান মুহসিন রেজা।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের কথা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে ২৪ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।