নড়াইলে শেখ হাসিনা ও মাশরাফীর ভিডিও কনফারেন্স স্থগিত
নড়াইল প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৫
নড়াইলের লোহাগড়া পাইলট স্কুল মাঠে ক্রিকেট তারকা মাশরাফী ও শেখ হাসিনার অংশ গ্রহণে আয়োজিত নির্বাচনী ভিডিও কনফারেন্সটি স্থগিত করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স স্থগিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মসূচিটি স্থগিত করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে নড়াইলের লোহাগড়া পাইলট স্কুল মাঠের এই সভা হওয়ার কথা ছিল।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম ফয়জুল হক রোম জানান, সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং মাশরাফী বিন মোর্ত্তজা ঢাকা হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন এমন কথা ছিল। কিন্তু, গত দুদিন ধরে বৃষ্টিপাতের কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু জানান, নির্বাচনী জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে কেন্দ্রীয়ভাবেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে আর ভিডিও কনফারেন্সের আয়োজন করা হবে কিনা, তা আপাতত বলা যাচ্ছে না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নড়াইল প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৫

প্রতিকূল আবহাওয়ার কারণে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স স্থগিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মসূচিটি স্থগিত করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে নড়াইলের লোহাগড়া পাইলট স্কুল মাঠের এই সভা হওয়ার কথা ছিল।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম ফয়জুল হক রোম জানান, সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং মাশরাফী বিন মোর্ত্তজা ঢাকা হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন এমন কথা ছিল। কিন্তু, গত দুদিন ধরে বৃষ্টিপাতের কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু জানান, নির্বাচনী জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে কেন্দ্রীয়ভাবেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে আর ভিডিও কনফারেন্সের আয়োজন করা হবে কিনা, তা আপাতত বলা যাচ্ছে না।