পুলিশি হয়রানির দাঁতভাঙা জবাব দেবে বিএনপি প্রার্থীর স্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৬
পুলিশি হয়রানি ও প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বরিশাল সদর (বরিশাল-৫) আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের স্ত্রী নাসিম সরোয়ার ।
সরোয়ার জরুরি দলীয় কাজে ঢাকায় অবস্থান করলেও তার নির্বাচনী প্রচারণা থেমে নেই। প্রার্থীর অনুপস্থিতিতে ধানের শীষের প্রচারণায় নেমে পড়েছেন তার সহধর্মিণী নাসিমা সরোয়ার।
মঙ্গলবার দিনভর নগরের বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থী সরোয়ারের পক্ষে গণসংযোগ করেন নাসিমা। এ সময় তিনি অবরুদ্ধ গণতন্ত্র, বেগম জিয়ার মুক্তি এবং বরিশালের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
পরে গণমাধ্যমকে নাসিমা সরোয়ার বলেন, বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের বাড়ির চারপাশে পুলিশ অহেতুক নেতা-কর্মীদের হয়রানি করছে, প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। পুলিশ আওয়ামী লীগের দলীয় কর্মীর মতো আচরণ করছে অভিযোগ করে এর দাঁতভাঙা জবাব দেওয়ার কথা বলেন নাসিমা সরোয়ার।
এদিকে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে নগরের নবগ্রাম রোড এলাকায় গণসংযোগসহ লিফলেট বিতরণ করেন সদর (বরিশাল-৫) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।
গণসংযোগকালে নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম গণমাধ্যমকে বলেন, বরিশালের জনগণ সরোয়ারকে ৪বার এমপি নির্বাচিত করলেও তিনি বরিশালের উন্নয়ন করতে পারেননি। জনগণ বরিশাল সদর আসনের উন্নয়নের জন্য নতুন মুখ দেখতে চায়। নৌকা প্রতীকে ভোট দিলে বরিশালের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে বলে জনগণের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে।
সুষ্ঠু ভোট হবে প্রত্যাশা করে কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম দলে দলে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৬

পুলিশি হয়রানি ও প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বরিশাল সদর (বরিশাল-৫) আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের স্ত্রী নাসিম সরোয়ার ।
সরোয়ার জরুরি দলীয় কাজে ঢাকায় অবস্থান করলেও তার নির্বাচনী প্রচারণা থেমে নেই। প্রার্থীর অনুপস্থিতিতে ধানের শীষের প্রচারণায় নেমে পড়েছেন তার সহধর্মিণী নাসিমা সরোয়ার।
মঙ্গলবার দিনভর নগরের বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থী সরোয়ারের পক্ষে গণসংযোগ করেন নাসিমা। এ সময় তিনি অবরুদ্ধ গণতন্ত্র, বেগম জিয়ার মুক্তি এবং বরিশালের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
পরে গণমাধ্যমকে নাসিমা সরোয়ার বলেন, বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের বাড়ির চারপাশে পুলিশ অহেতুক নেতা-কর্মীদের হয়রানি করছে, প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। পুলিশ আওয়ামী লীগের দলীয় কর্মীর মতো আচরণ করছে অভিযোগ করে এর দাঁতভাঙা জবাব দেওয়ার কথা বলেন নাসিমা সরোয়ার।
এদিকে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে নগরের নবগ্রাম রোড এলাকায় গণসংযোগসহ লিফলেট বিতরণ করেন সদর (বরিশাল-৫) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।
গণসংযোগকালে নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম গণমাধ্যমকে বলেন, বরিশালের জনগণ সরোয়ারকে ৪বার এমপি নির্বাচিত করলেও তিনি বরিশালের উন্নয়ন করতে পারেননি। জনগণ বরিশাল সদর আসনের উন্নয়নের জন্য নতুন মুখ দেখতে চায়। নৌকা প্রতীকে ভোট দিলে বরিশালের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে বলে জনগণের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে।
সুষ্ঠু ভোট হবে প্রত্যাশা করে কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম দলে দলে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।