ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে ইসি
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৪
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার এ কথা জানান।
তিনি বলেন, তবে ফলাফল পাঠানোর সময় গতি সচল রাখা হবে। নির্বাচনের জন্য ‘রাজনৈতিক সুপরিবেশ’ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে এসব বলেন ইসি সচিব।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইসিকে এম নূরুল হুদা এ কথা বলেন। এসময় ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন, উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার এ কথা জানান।
তিনি বলেন, তবে ফলাফল পাঠানোর সময় গতি সচল রাখা হবে। নির্বাচনের জন্য ‘রাজনৈতিক সুপরিবেশ’ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে এসব বলেন ইসি সচিব।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিইসিকে এম নূরুল হুদা এ কথা বলেন। এসময় ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন, উপস্থিত ছিলেন।
শেয়ার করুন