লতিফ সিদ্দিকী হাসপাতালে
টাঙ্গাইল প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪০
মঙ্গলবার অনশনে অসুস্থ হওয়ার পর লতিফ সিদ্দিকীকে অক্সিজেন দেওয়া হয়। ছবি: দেশ রূপান্তর
অনশনের চতুর্থ দিনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে মেডিকেল টিমের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেনের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
গত রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদে তিনি জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার বিকেলে চারজনকে আটক করেছে পুলিশ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
টাঙ্গাইল প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪০

মঙ্গলবার অনশনে অসুস্থ হওয়ার পর লতিফ সিদ্দিকীকে অক্সিজেন দেওয়া হয়। ছবি: দেশ রূপান্তর
অনশনের চতুর্থ দিনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে মেডিকেল টিমের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেনের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
গত রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদে তিনি জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন।
এদিকে এ ঘটনায় মঙ্গলবার বিকেলে চারজনকে আটক করেছে পুলিশ।
শেয়ার করুন