জামালপুরে আ.লীগ-বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর
জামালপুর প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫১
জামালপুরের রামগড়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে মোটরসাইকেল ও চেয়ার ভাঙচুর করেছে বিএনপি সমর্থকরা। ছবি: দেশ রূপান্তর।
জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার রামনগর সাত রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা রামনগর সাতরাস্তা মোড়ে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর করে। পরে বিএনপি সমর্থকরা একই এলাকার আ.লীগের নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে বিভিন্ন স্থানে নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার ছিঁড়ে ফেলা ও কর্মী সমর্থকদের বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। শহরের সরদার পাড়ার ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, মঙ্গলবার সকালে নৌকা প্রতীকের সমর্থকরা শহরের হাটচন্দ্রা এলাকায়, রাতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহম্মেদের নেতৃত্বে ৩০/৩৫ টি মোটরসাইকেল নিয়ে রামনগর সাতরাস্তা মোড়ে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এ ছাড়া রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা মোড়ে বিএনপি কর্মী ডা. ফারুকের ওষুধের দোকান, আমির উদ্দিনের ফার্মেসি ও আনিছুর রহমান কালুর স-মিলসহ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিএনপি প্রার্থী আরও অভিযোগ করেন, পৌরসভার বেলটিয়া পুলিশ লাইন মোড়ে নির্বাচনী অফিস, দিগপাইত ইউনিয়নের যুবদলে সভাপতি আশরাফ হোসেনের বাড়িসহ বিভিন্ন এলাকায় বিএনপির কর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা হয়েছে। নৌকা প্রতীকের কর্মীরা বিভিন্ন স্থানে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলে নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
বিএনপি প্রার্থী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করে নৌকা প্রতীক স্থাপন করে আলোকসজ্জা করেছে যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ইতিমধ্যে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী এলাকায় ব্যাপক পোস্টার লাগিয়ে নির্বাচনের জন্য নির্ধারিত ব্যয় অতিক্রম করেছে বলেও তিনি অভিযোগ করেন।
এসব বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীক বরাদ্দের পর থেকে বুধবার পর্যন্ত ১৯ টি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে বিএনপি প্রার্থী মামুন দাবি করেন। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী মামুন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে রিটার্নিং কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকলের কাছে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন বাবুল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সজীব খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জামালপুর প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫১

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার রামনগর সাত রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা রামনগর সাতরাস্তা মোড়ে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর করে। পরে বিএনপি সমর্থকরা একই এলাকার আ.লীগের নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে বিভিন্ন স্থানে নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার ছিঁড়ে ফেলা ও কর্মী সমর্থকদের বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। শহরের সরদার পাড়ার ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, মঙ্গলবার সকালে নৌকা প্রতীকের সমর্থকরা শহরের হাটচন্দ্রা এলাকায়, রাতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহম্মেদের নেতৃত্বে ৩০/৩৫ টি মোটরসাইকেল নিয়ে রামনগর সাতরাস্তা মোড়ে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এ ছাড়া রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা মোড়ে বিএনপি কর্মী ডা. ফারুকের ওষুধের দোকান, আমির উদ্দিনের ফার্মেসি ও আনিছুর রহমান কালুর স-মিলসহ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিএনপি প্রার্থী আরও অভিযোগ করেন, পৌরসভার বেলটিয়া পুলিশ লাইন মোড়ে নির্বাচনী অফিস, দিগপাইত ইউনিয়নের যুবদলে সভাপতি আশরাফ হোসেনের বাড়িসহ বিভিন্ন এলাকায় বিএনপির কর্মীদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা হয়েছে। নৌকা প্রতীকের কর্মীরা বিভিন্ন স্থানে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলে নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
বিএনপি প্রার্থী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করে নৌকা প্রতীক স্থাপন করে আলোকসজ্জা করেছে যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ইতিমধ্যে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী এলাকায় ব্যাপক পোস্টার লাগিয়ে নির্বাচনের জন্য নির্ধারিত ব্যয় অতিক্রম করেছে বলেও তিনি অভিযোগ করেন।
এসব বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীক বরাদ্দের পর থেকে বুধবার পর্যন্ত ১৯ টি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে বিএনপি প্রার্থী মামুন দাবি করেন। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী মামুন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে রিটার্নিং কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকলের কাছে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন বাবুল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সজীব খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।