মাগুরা-১
নির্বাচনী প্রচারে নেমেছে কেন্দ্রীয় ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৬
নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন।
পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারে নেমেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার দুপুরে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন।
শহরের নতুন বাজার থেকে প্রচারণা শুরু করেন। এসময় তিনি নৌকার পক্ষে লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ কেন্দ্রীয় ও জেলার পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, ‘মাগুরার নির্বাচনকে দেশরত্ম শেখ হাসিনা নিজের চোখ দিয়ে দেখছেন। তার সুযোগ্য সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির ধারা চলমান রাখতে সাইফুজ্জামান শিখরকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে এলাকাবাসী।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৬

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারে নেমেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার দুপুরে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন।
শহরের নতুন বাজার থেকে প্রচারণা শুরু করেন। এসময় তিনি নৌকার পক্ষে লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ কেন্দ্রীয় ও জেলার পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, ‘মাগুরার নির্বাচনকে দেশরত্ম শেখ হাসিনা নিজের চোখ দিয়ে দেখছেন। তার সুযোগ্য সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির ধারা চলমান রাখতে সাইফুজ্জামান শিখরকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে এলাকাবাসী।’