বরিশালে বিএনপির ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:২০
বরিশাল মহানগর বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নারী নেত্রীও রয়েছেন। মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের মধ্যে রয়েছেন মহানগর বিএনপি সহসভাপতি সৈয়দ আহসানুল হক কবির হাসান, জেলা (দক্ষিণ) বিএনপির দপ্তর সম্পাদক মন্টু খান, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন, জেলা যুবদলের সহসভাপতি সাজ্জাদ হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম শামসুল হক, শামসুল আলম ফরহাদ, মামুন হাওলাদার, মাইনুল হাসান, আবুল খায়ের, খালেদ হোসেন বাবর, মো. সোহেল, মো. রিয়ন, বাচ্চু দুয়ারী, ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি কামরুল ইসলাম এবং কামরুজ্জামান প্রমুখসহ আরও অনেকে।
এ ঘটনায় কোনো কারণ ছাড়াই বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেপ্তার উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও বরিশাল-৫ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন মুঠোফোনে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন মামলার আসামী গ্রেপ্তার করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বরিশাল প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:২০

বরিশাল মহানগর বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নারী নেত্রীও রয়েছেন। মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের মধ্যে রয়েছেন মহানগর বিএনপি সহসভাপতি সৈয়দ আহসানুল হক কবির হাসান, জেলা (দক্ষিণ) বিএনপির দপ্তর সম্পাদক মন্টু খান, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন, জেলা যুবদলের সহসভাপতি সাজ্জাদ হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম শামসুল হক, শামসুল আলম ফরহাদ, মামুন হাওলাদার, মাইনুল হাসান, আবুল খায়ের, খালেদ হোসেন বাবর, মো. সোহেল, মো. রিয়ন, বাচ্চু দুয়ারী, ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি কামরুল ইসলাম এবং কামরুজ্জামান প্রমুখসহ আরও অনেকে।
এ ঘটনায় কোনো কারণ ছাড়াই বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেপ্তার উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও বরিশাল-৫ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন মুঠোফোনে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন মামলার আসামী গ্রেপ্তার করা হয়েছে।