নারীবান্ধব ভোটের পরিবেশ সৃষ্টির নির্দেশ কবিতা খানমের
বরিশাল প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৫
ফাইল ছবি
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে নারীবান্ধব ভোটের পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
তিনি বলেন, “ভোট আমাদের দেশের একটি উৎসব। এই উৎসবে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেয়। তাই নারীরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা আমাদের করে দিতে হবে।”
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত ‘নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা খানম এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই নারীদের আর পিছিয়ে থাকলে চলবে না। নারীদের পুরুষতান্ত্রিক পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। আর সে জন্য দায়িত্ব নিতে হবে পুরুষসহ সর্বস্তরের মানুষদের। নির্বাচনে নারীরা যাতে ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাহিনীকে।”
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল বিভাগের কমিশনার রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, ইউএনডিপির পরামর্শক এটসুকু হিরাকাওয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বরিশালের নারী সংগঠনের প্রতিনিধিরা।
এর আগে নির্বাচন কমিশনার বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, “সুষ্ঠু পরিবেশ দিতে না পারলে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহ হারাবে। সেটা আমাদের কারোরই কাম্য নয়। তাই ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ওপর অর্পিত দায়িত্ব বাস্তবায়ন দেখতে চায় নির্বাচন কমিশন। অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না, যা আপনাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে, জাতিকে প্রশ্নবিদ্ধ করে এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে।”
কবিতা খানম বলেন, “সারা বিশ্ব এবং দেশের প্রতিটি জনগণ তাকিয়ে আছে আপনাদের এবং নির্বাচন কমিশনের দিকে। তাদের হতাশ করবেন না, ভোটারদের জীবনের নিশ্চয়তা দিন। তা না হলে জবাবদিহিতার জায়গা থেকে আপনাদের কারো মুক্তি নেই।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বরিশাল প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৫

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে নারীবান্ধব ভোটের পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
তিনি বলেন, “ভোট আমাদের দেশের একটি উৎসব। এই উৎসবে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেয়। তাই নারীরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা আমাদের করে দিতে হবে।”
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত ‘নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা খানম এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই নারীদের আর পিছিয়ে থাকলে চলবে না। নারীদের পুরুষতান্ত্রিক পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। আর সে জন্য দায়িত্ব নিতে হবে পুরুষসহ সর্বস্তরের মানুষদের। নির্বাচনে নারীরা যাতে ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাহিনীকে।”
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল বিভাগের কমিশনার রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, ইউএনডিপির পরামর্শক এটসুকু হিরাকাওয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বরিশালের নারী সংগঠনের প্রতিনিধিরা।
এর আগে নির্বাচন কমিশনার বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, “সুষ্ঠু পরিবেশ দিতে না পারলে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহ হারাবে। সেটা আমাদের কারোরই কাম্য নয়। তাই ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ওপর অর্পিত দায়িত্ব বাস্তবায়ন দেখতে চায় নির্বাচন কমিশন। অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না, যা আপনাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে, জাতিকে প্রশ্নবিদ্ধ করে এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে।”
কবিতা খানম বলেন, “সারা বিশ্ব এবং দেশের প্রতিটি জনগণ তাকিয়ে আছে আপনাদের এবং নির্বাচন কমিশনের দিকে। তাদের হতাশ করবেন না, ভোটারদের জীবনের নিশ্চয়তা দিন। তা না হলে জবাবদিহিতার জায়গা থেকে আপনাদের কারো মুক্তি নেই।”