গ্রামের বাড়িতে গুলির ঘটনায় বিএনপি-জামায়াত দায়ী: মাহী
মুন্সিগঞ্জ প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫১
মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী।
গ্রামের বাড়িতে গুলির ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বুধবার রাতে মহাজোট প্রার্থীর জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটায় মাহীর গ্রামের বাড়িতে ওই গুলির ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে মাহী বি. চৌধুরী দাবি করেন, মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত বিএনপি-জামায়াতের ক্যাডাররা শয়ন কক্ষ লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুড়লে জানালার কাচ ছিদ্র হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসা উদ্ধার করে।
কয়েক দিন ধরেই বিএনপি প্রার্থী শাহ-মোয়াজ্জেম হোসেন উসকানি মূলক বক্তব্য দিয়ে আসছেন জানিয়ে মাহী বি. চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের ক্যাডাররাই তার বাড়িতে ওই গুলি ছোড়ে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সিরাজদিখান উপজেলা বিকল্পধারার সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মুন্সিগঞ্জ প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫১

গ্রামের বাড়িতে গুলির ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বুধবার রাতে মহাজোট প্রার্থীর জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটায় মাহীর গ্রামের বাড়িতে ওই গুলির ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে মাহী বি. চৌধুরী দাবি করেন, মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত বিএনপি-জামায়াতের ক্যাডাররা শয়ন কক্ষ লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুড়লে জানালার কাচ ছিদ্র হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসা উদ্ধার করে।
কয়েক দিন ধরেই বিএনপি প্রার্থী শাহ-মোয়াজ্জেম হোসেন উসকানি মূলক বক্তব্য দিয়ে আসছেন জানিয়ে মাহী বি. চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের ক্যাডাররাই তার বাড়িতে ওই গুলি ছোড়ে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সিরাজদিখান উপজেলা বিকল্পধারার সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।