ইলিয়াসের স্ত্রীর আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৭
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন প্রার্থী হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা উচ্চ আদালতের রায়ে স্থগিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের সিলেট মহানগর শাখার সভাপতি আনছার খান। হাইকোর্টের আপিল বিভাগ থেকে লুনার প্রার্থিতা স্থগিত করে দেওয়া রায়ের কাগজপত্র পাওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে ঐক্যবদ্ধ।
আনছার খান আরও জানান, বিএনপি ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে সিলেট-২ আসনে গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার মোকাব্বির খানকে সমর্থন জানিয়েছে। শিগগিরই ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের চাকরি থেকে অবসর নিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু সরকারি চাকরি থেকে অবসরের পর সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যে সময়সীমা অতিক্রম হওয়ার কথা- তার ক্ষেত্রে সেটি হয়নি। যে কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাপার ইয়াহিয়া চৌধুরীর রিটের প্রেক্ষিতে লুনার প্রার্থিতা স্থগিত হয়েছে। লুনা বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৭

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন প্রার্থী হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা উচ্চ আদালতের রায়ে স্থগিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের সিলেট মহানগর শাখার সভাপতি আনছার খান। হাইকোর্টের আপিল বিভাগ থেকে লুনার প্রার্থিতা স্থগিত করে দেওয়া রায়ের কাগজপত্র পাওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে ঐক্যবদ্ধ।
আনছার খান আরও জানান, বিএনপি ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে সিলেট-২ আসনে গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার মোকাব্বির খানকে সমর্থন জানিয়েছে। শিগগিরই ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের চাকরি থেকে অবসর নিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু সরকারি চাকরি থেকে অবসরের পর সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যে সময়সীমা অতিক্রম হওয়ার কথা- তার ক্ষেত্রে সেটি হয়নি। যে কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাপার ইয়াহিয়া চৌধুরীর রিটের প্রেক্ষিতে লুনার প্রার্থিতা স্থগিত হয়েছে। লুনা বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী।