লক্ষ্মীপুরে ২৫ বিএনপি-জামায়াত নেতাকর্মী আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৮
নাশকতার মামলায় লক্ষ্মীপুরে বিএনপি, যুবদল ও জামায়াত নেতাসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ও কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমিন সেলিম।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সদর, রায়পুর, কমলনগর, রামগতি, রামগঞ্জ উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, সদর উপজেলার জকসিন, দালাল বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে যুবদলের দুই নেতা ও জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত নেতাসহ ২৫জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
লক্ষ্মীপুর প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩৮

নাশকতার মামলায় লক্ষ্মীপুরে বিএনপি, যুবদল ও জামায়াত নেতাসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ও কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমিন সেলিম।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সদর, রায়পুর, কমলনগর, রামগতি, রামগঞ্জ উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, সদর উপজেলার জকসিন, দালাল বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে যুবদলের দুই নেতা ও জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত নেতাসহ ২৫জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।