আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, আটক ২
লক্ষ্মীপুর প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ২০:০৬
লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরলেরন্স পাটারীপাড়া এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা এ হামলা চালায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রহমান সেলিম ও চরফলকন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ উল্যাহ জানান, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকার নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। একপর্যায়ে তারা অফিসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের চেয়ার-টেবিল ও ব্যানারসহ আসবাবপত্র পুড়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করে। পরে দায়ের হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
লক্ষ্মীপুর প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ২০:০৬

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরলেরন্স পাটারীপাড়া এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা এ হামলা চালায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রহমান সেলিম ও চরফলকন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ উল্যাহ জানান, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকার নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। একপর্যায়ে তারা অফিসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের চেয়ার-টেবিল ও ব্যানারসহ আসবাবপত্র পুড়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করে। পরে দায়ের হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।