ড. কামালের নীতিগত মৃত্যু হয়েছে: তোফায়েল আহমেদ
ভোলা প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৮
নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেছেন তোফায়েল আহমেদ। ছবি: দেশ রূপান্তর
ড. কামাল হোসেনের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী ও ভোলা ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নীতি বদলের কারণে মানুষের মৃত্যু হয়’।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. কামালের নীতিগত মৃত্যু হয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ঐক্যজোটের মধ্যে জামায়াতের লোক যারা ধানের শীষে নির্বাচন করছে, তাদের সঙ্গেই তিনি হাত মিলিয়েছেন।
আসন্ন নির্বাচনের আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে তিনি বলেন, সারা দেশে ১৯৭০ সালের মতো আওয়ামী লীগের পক্ষে গণ জোয়ার শুরু হয়েছে। তাই ভয়ে বিএনপি মাঠ ছেড়ে এখন ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে।
এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে তোফায়েল বলেন, যে দল ২২ জন যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে তারা কীভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে ? যারা গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল সেই ফাঁসির আসামি বাবরের স্ত্রীকে মনোনয়ন দিয়েছে ঐক্যফ্রন্ট।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ভোলা প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৮

ড. কামাল হোসেনের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী ও ভোলা ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নীতি বদলের কারণে মানুষের মৃত্যু হয়’।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. কামালের নীতিগত মৃত্যু হয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ঐক্যজোটের মধ্যে জামায়াতের লোক যারা ধানের শীষে নির্বাচন করছে, তাদের সঙ্গেই তিনি হাত মিলিয়েছেন।
আসন্ন নির্বাচনের আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে তিনি বলেন, সারা দেশে ১৯৭০ সালের মতো আওয়ামী লীগের পক্ষে গণ জোয়ার শুরু হয়েছে। তাই ভয়ে বিএনপি মাঠ ছেড়ে এখন ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে।
এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে তোফায়েল বলেন, যে দল ২২ জন যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে তারা কীভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে ? যারা গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল সেই ফাঁসির আসামি বাবরের স্ত্রীকে মনোনয়ন দিয়েছে ঐক্যফ্রন্ট।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।