চুয়াডাঙ্গায় নৌকার মিছিলে বোমা হামলা, একজন আহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ২১:৩০
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নৌকার মিছিলে বোমা হামলা হয়েছে। এতে রিংকু(২৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাসাদাহ বাজারে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজগার টগরের সমর্থকদের একটি মিছিলে এই বোমা হামলার ঘটনা ঘটে। এতে আহত রিংকুকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, নৌকা প্রতীকের নির্বাচনী মিছিলটি হাসাদাহ বাজার অতিক্রম করার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মিছিলটি লক্ষ্য করে বোমা হামলা চালায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিক্ষিপ্ত বোমার স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হয় রিংকু নামে নৌকার ওই সমর্থক। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর আড়াই শ বেড হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আবু রাসেলসহ জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং বোমার আলামত উদ্ধার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বোমা হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এ বোমা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি তিনি।
জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মুর্তজা জানান, এ বোমা হামলার সাথে জামায়াত বিএনপি জড়িত। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ২১:৩০

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নৌকার মিছিলে বোমা হামলা হয়েছে। এতে রিংকু(২৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাসাদাহ বাজারে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজগার টগরের সমর্থকদের একটি মিছিলে এই বোমা হামলার ঘটনা ঘটে। এতে আহত রিংকুকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, নৌকা প্রতীকের নির্বাচনী মিছিলটি হাসাদাহ বাজার অতিক্রম করার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মিছিলটি লক্ষ্য করে বোমা হামলা চালায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিক্ষিপ্ত বোমার স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হয় রিংকু নামে নৌকার ওই সমর্থক। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর আড়াই শ বেড হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আবু রাসেলসহ জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং বোমার আলামত উদ্ধার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বোমা হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এ বোমা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি তিনি।
জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মুর্তজা জানান, এ বোমা হামলার সাথে জামায়াত বিএনপি জড়িত। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।