‘বিএনপি নেতাকর্মীদের এলাকা ছাড়তে বলছেন পুলিশ-পরিকল্পনামন্ত্রী’
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৫
পুলিশ এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বিএনপি নেতাকর্মীদের এলাকা ছেড়ে যেতে বলছেন বলে অভিযোগ করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান বলেন, “পুলিশের পাশপাশি পরিকল্পনামন্ত্রী মুস্তাফা কামাল বিএনপি নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলছেন।”
এসময় তিনি বলেন, “নির্বাচন কমিশন মুখে যেটা বলে, বাস্তবে সেটা করে না। বৈঠকে তারা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করে, কিন্তু বাস্তবে সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেয় না।”
দেশে নির্বাচনের সুবাতাস বইছে, অনুকূল আবহ তৈরি হয়েছে- প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য জনগণের কাছে ‘হাস্যরসে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।
একই সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, “মুন্সীগঞ্জে তার নির্বাচনী এলাকায় স্থানীয় আওয়ামী লীগের প্রার্থীর বাড়িতে নিজেরা আগুন দেয়। কিন্তু পুলিশ বিএনপি নেতাদের নামে মামলা দায়ের করেছে।”
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচন ঘিরে সারাদেশে অবিশ্বাস্য পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৫

পুলিশ এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বিএনপি নেতাকর্মীদের এলাকা ছেড়ে যেতে বলছেন বলে অভিযোগ করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান বলেন, “পুলিশের পাশপাশি পরিকল্পনামন্ত্রী মুস্তাফা কামাল বিএনপি নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলছেন।”
এসময় তিনি বলেন, “নির্বাচন কমিশন মুখে যেটা বলে, বাস্তবে সেটা করে না। বৈঠকে তারা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করে, কিন্তু বাস্তবে সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেয় না।”
দেশে নির্বাচনের সুবাতাস বইছে, অনুকূল আবহ তৈরি হয়েছে- প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য জনগণের কাছে ‘হাস্যরসে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।
একই সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, “মুন্সীগঞ্জে তার নির্বাচনী এলাকায় স্থানীয় আওয়ামী লীগের প্রার্থীর বাড়িতে নিজেরা আগুন দেয়। কিন্তু পুলিশ বিএনপি নেতাদের নামে মামলা দায়ের করেছে।”
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচন ঘিরে সারাদেশে অবিশ্বাস্য পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই।”