‘নেতাকর্মীরা আমার কাজই করতে পারছে না লীগের অফিসে আগুন দেবে কিভাবে?’
টাঙ্গাইল প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৯
টাঙ্গাইলে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নবগঠিত লক্ষিণদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেহুলা গ্রামের অস্থায়ী আওয়ামী লীগের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত দুইটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।
আগুনে অফিসের দু‘টি টেবিল, ৪০ টি চেয়ার এবং নির্বাচনী পোস্টার ও ব্যানার পুড়ে যায়। আওয়ামী লীগ নেতা কর্মীরা এ ঘটনায় বিএনপিকে দায়ী করলেও বিএনপি প্রার্থী তা অস্বীকার করেছেন।
লক্ষিণদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একাব্বর হোসেন বলেন, আমি ঐ ওয়ার্ডের মেম্বারকে সাথে নিয়ে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি এ ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করেন।
বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ দেশ রূপান্তরকে বলেন, আমার নেতা কর্মীরা মাঠে ঠিকমত কাজ করতে পরছে না, লীগের অফিসে আগুন দেবে কিভাবে? আমি হলফ করে বলতে পারি আমার নেতা কর্মীরা এ ঘটনার সাথে জড়িত না।
এ বিষয়ে ঘাটাইল সাগরদিঘী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, কে বা কারা নবগঠিত লক্ষিণদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেহুলা গ্রামের অস্থায়ী আওয়ামী লীগের নির্বাচনী অফিস আগুন দেয় এ ঘটনায় কিছু আসবাবপত্র ও নির্বাচনী পোস্টার পুড়ে যায়। লিখিতভাবে এখনো কেউ কোন অভিযোগ করেননি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
টাঙ্গাইল প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৯

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নবগঠিত লক্ষিণদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেহুলা গ্রামের অস্থায়ী আওয়ামী লীগের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত দুইটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।
আগুনে অফিসের দু‘টি টেবিল, ৪০ টি চেয়ার এবং নির্বাচনী পোস্টার ও ব্যানার পুড়ে যায়। আওয়ামী লীগ নেতা কর্মীরা এ ঘটনায় বিএনপিকে দায়ী করলেও বিএনপি প্রার্থী তা অস্বীকার করেছেন।
লক্ষিণদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একাব্বর হোসেন বলেন, আমি ঐ ওয়ার্ডের মেম্বারকে সাথে নিয়ে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি এ ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করেন।
বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ দেশ রূপান্তরকে বলেন, আমার নেতা কর্মীরা মাঠে ঠিকমত কাজ করতে পরছে না, লীগের অফিসে আগুন দেবে কিভাবে? আমি হলফ করে বলতে পারি আমার নেতা কর্মীরা এ ঘটনার সাথে জড়িত না।
এ বিষয়ে ঘাটাইল সাগরদিঘী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, কে বা কারা নবগঠিত লক্ষিণদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেহুলা গ্রামের অস্থায়ী আওয়ামী লীগের নির্বাচনী অফিস আগুন দেয় এ ঘটনায় কিছু আসবাবপত্র ও নির্বাচনী পোস্টার পুড়ে যায়। লিখিতভাবে এখনো কেউ কোন অভিযোগ করেননি।