নাসিরনগরে ঐক্যফ্রন্ট প্রার্থীকে হুমকির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৪
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামানকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
ঐক্যফ্রন্টের প্রার্থী অভিযোগ করে বলেন, মহাজোট প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রাম নিজে ও তার নেতাকর্মীরা আচরণবিধি মানছেন না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলায় পুলিশ গ্রেপ্তার এবং হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তারা শঙ্কিত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য সাফি মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, সিনিয়র সহসভাপতি ওমরাও খান, যুগ্ম সম্পাদক আজিজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৪

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামানকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
ঐক্যফ্রন্টের প্রার্থী অভিযোগ করে বলেন, মহাজোট প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রাম নিজে ও তার নেতাকর্মীরা আচরণবিধি মানছেন না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলায় পুলিশ গ্রেপ্তার এবং হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তারা শঙ্কিত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য সাফি মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, সিনিয়র সহসভাপতি ওমরাও খান, যুগ্ম সম্পাদক আজিজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।