মোংলায় নৌকার প্রচারণায় সাংবাদিকরা
মোংলা প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫০
বাগের হাটের মোংলায় নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলালের নেতৃত্বে সংবাদকর্মীরা শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রেসক্লাব সড়ক, শেখ আ: হাই সড়ক ও কমিশনার সফিউল্লাহ সড়কে প্রচারণা চালান।
এ সময় তারা সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানে দোকানে গিয়ে এবং পথচারীদের হাতে বাগেরহাট-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ হাবিবুন নাহারের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
সাংবাদিকদের আওয়ামী লীগের দলীয় প্রচারে অংশ নেওয়া প্রসঙ্গে মোংলা প্রেসক্লাব সভাপতি দুলাল বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে মোংলা বন্দর ছিল অবহেলিত। বছরে আশি নব্বইটা জাহাজ আসত। বর্তমান আওয়ামী লীগ সরকার মোংলা বন্দরের ব্যাপক উন্নয়ন করেছেন। এখন মাসে আশি নব্বইটা জাহাজ আসে। এই সরকারের ব্যাপক উন্নয়নের ফলে মোংলাবাসীর অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে।’
ফলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার তাগিতেই নৌকার পক্ষে প্রচারণা চালান বলে জানান তিনি।
এ বছরের মে মাসে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘সচেতন সাংবাদিক সমাজ’ এর ব্যানারে নৌকার পক্ষে প্রচারণা চালান খুলনার সাংবাদিকরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মোংলা প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫০

বাগের হাটের মোংলায় নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলালের নেতৃত্বে সংবাদকর্মীরা শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রেসক্লাব সড়ক, শেখ আ: হাই সড়ক ও কমিশনার সফিউল্লাহ সড়কে প্রচারণা চালান।
এ সময় তারা সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানে দোকানে গিয়ে এবং পথচারীদের হাতে বাগেরহাট-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ হাবিবুন নাহারের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
সাংবাদিকদের আওয়ামী লীগের দলীয় প্রচারে অংশ নেওয়া প্রসঙ্গে মোংলা প্রেসক্লাব সভাপতি দুলাল বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে মোংলা বন্দর ছিল অবহেলিত। বছরে আশি নব্বইটা জাহাজ আসত। বর্তমান আওয়ামী লীগ সরকার মোংলা বন্দরের ব্যাপক উন্নয়ন করেছেন। এখন মাসে আশি নব্বইটা জাহাজ আসে। এই সরকারের ব্যাপক উন্নয়নের ফলে মোংলাবাসীর অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে।’
ফলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার তাগিতেই নৌকার পক্ষে প্রচারণা চালান বলে জানান তিনি।
এ বছরের মে মাসে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘সচেতন সাংবাদিক সমাজ’ এর ব্যানারে নৌকার পক্ষে প্রচারণা চালান খুলনার সাংবাদিকরা।