‘আওয়ামী লীগের' বাধায় উল্টো পথে ঐক্যফ্রন্ট নেতারা
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২০:২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় বাধা দেওয়া হয় ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরকে। ছবি: দেশ রূপান্তর
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা স্টেডিয়ামে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ নেতাদের।
বিএনপি ও ঐক্যফ্রন্টের স্থানীয় নেতারা বলেন, শুক্রবার বিকেলে সমাবেশে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় বন্দরে ঢোকার মুখে কাঠ এবং বাঁশ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা কাঠ দিয়ে ব্যারিকেড দেয় ও তাতে আগুন ধরিয়ে দেয়। যার কারণে উল্টো পথে সভাস্থলে পৌঁছাতে হয় ঐক্যফ্রন্ট নেতাদের।
নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম বলেন, , মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ও ওই ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি ওহিদুল ইসলামের নেতৃত্বে এক দল লোক রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেয়।
এ সময় মির্জা ফখরুল ইসলামসহ নেতাদের গাড়িবহর উল্টো পথে কৌশলে সভাস্থলে পৌঁছায়।
পরে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বাধা প্রদানকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২০:২১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা স্টেডিয়ামে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ নেতাদের।
বিএনপি ও ঐক্যফ্রন্টের স্থানীয় নেতারা বলেন, শুক্রবার বিকেলে সমাবেশে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় বন্দরে ঢোকার মুখে কাঠ এবং বাঁশ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা কাঠ দিয়ে ব্যারিকেড দেয় ও তাতে আগুন ধরিয়ে দেয়। যার কারণে উল্টো পথে সভাস্থলে পৌঁছাতে হয় ঐক্যফ্রন্ট নেতাদের।
নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম বলেন, , মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ও ওই ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি ওহিদুল ইসলামের নেতৃত্বে এক দল লোক রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেয়।
এ সময় মির্জা ফখরুল ইসলামসহ নেতাদের গাড়িবহর উল্টো পথে কৌশলে সভাস্থলে পৌঁছায়।
পরে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বাধা প্রদানকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।