মাশরাফীর জন্য দোয়া চাইলেন মা বাবা
নড়াইল প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ২১:৩৯
মাশরাফী বিন মোর্ত্তুজা।
জাতীয় দলের অধিনায়ক মাশরাফীর জন্য দোয়া চাইলেন তার মা বাবা। শুক্রবার বিকালে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন ও মা হামিদা বেগম বলাকা দেশ রূপান্তর প্রতিনিধির সঙ্গে দেখা হলে সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
মাশরাফীর বাবা দেশ রূপান্তরকে বলেন, জাতীয় ক্রিকেটে মাশরাফির সফলতায় মনটা ভরে যায়। যখন বাংলাদেশ জয়লাভ করে তখন যেন আনন্দের সীমা থাকে না। শুধু মাশরাফী নয়, সকল ক্রিকেট খেলোয়াড়ই আমার সন্তান সমতুল্য। তাদের সাফল্যে আজ বাংলাদেশ এগিয়ে চলেছে। আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফীর অংশগ্রহণ প্রসঙ্গে গোলাম মোর্ত্তজা বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশেই মাশরাফি নির্বাচনে মাঠে নেমেছেন। মাশরাফীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় আমাদের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।
মাশরাফীকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সকলে দোয়া করবেন মাশরাফী যেন নির্বাচিত হয়ে নড়াইলের উন্নয়নে কাজ করতে পারে। পাশাপাশি ও যেন শারীরিকভাবে সুস্থ থাকে সে জন্যও সকলের দোয়া করবেন।
নড়াইলের উন্নয়ন প্রসঙ্গে জানতে চাইলে গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, আমার ছেলে মাশরাফির কোনো লোভ লালসা নেই। সে সৎভাবেই জীবন যাপন করে। সুতরাং সংসদ সদস্য নির্বাচিত হলে অবশ্যই নড়াইলের উন্নয়নে কাজ করবে।
নড়াইলের প্রতি মাশরাফির যথেষ্ট ভালবাসা থাকার কারণেই প্রায় দেড় বছর আগে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে চলেছে। আগামীতেও নড়াইলের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
মাশরাফীর মা হামিদা বেগম বলাকা বলেন, ‘আমি কৌশিকের মা হিসেবে অবশ্যই গর্বিত। মাশরাফী যখন মাঠে ক্রিকেট খেলতে নামে তখন টেলিভিশনের সামনেই বসে থাকি। ওর বন্ধুরাও আমাদের বাসায় বসে খেলা দেখে। সে জিতলে যেন চোখে পানি চলে আসে। হেরে গেলে মনে হয় আমি সবচেয়ে বেশি কষ্ট পাই। শুধু মাশরাফী একা নয়, ক্রিকেটের সব প্লেয়ারই আমার সন্তান। আমি শুধু মাশরাফীর জন্য নয়, সকল প্লেয়ারদের জন্য দোয়া চাই।
সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মাশরাফীর মা বলেন, মাশরাফী সব সময় মানুষের সেবা করে থাকে। নির্বাচনে জয়লাভ করতে পারলে অবশ্যই মানুষের সেবা করতে পারবে। মাশরাফীর জন্য আপনারা দোয়া করবেন।’
মাশরাফীর নির্বাচন ঘিরে তার বাড়িতে দলীয় নেতাকর্মীদের ভীর পড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে মাশরাফী ভক্তরাও নির্বাচনের জন্য নড়াইলে এসেছেন। শনিবার মাশরাফী ঢাকা হতে নড়াইলে আসবেন। নড়াইলের কালনা ঘাট থেকে দলীয় নেতাকর্মীরা মাশরাফীকে বরণ করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নড়াইল প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ২১:৩৯

জাতীয় দলের অধিনায়ক মাশরাফীর জন্য দোয়া চাইলেন তার মা বাবা। শুক্রবার বিকালে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন ও মা হামিদা বেগম বলাকা দেশ রূপান্তর প্রতিনিধির সঙ্গে দেখা হলে সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
মাশরাফীর বাবা দেশ রূপান্তরকে বলেন, জাতীয় ক্রিকেটে মাশরাফির সফলতায় মনটা ভরে যায়। যখন বাংলাদেশ জয়লাভ করে তখন যেন আনন্দের সীমা থাকে না। শুধু মাশরাফী নয়, সকল ক্রিকেট খেলোয়াড়ই আমার সন্তান সমতুল্য। তাদের সাফল্যে আজ বাংলাদেশ এগিয়ে চলেছে। আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফীর অংশগ্রহণ প্রসঙ্গে গোলাম মোর্ত্তজা বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশেই মাশরাফি নির্বাচনে মাঠে নেমেছেন। মাশরাফীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় আমাদের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।
মাশরাফীকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সকলে দোয়া করবেন মাশরাফী যেন নির্বাচিত হয়ে নড়াইলের উন্নয়নে কাজ করতে পারে। পাশাপাশি ও যেন শারীরিকভাবে সুস্থ থাকে সে জন্যও সকলের দোয়া করবেন।
নড়াইলের উন্নয়ন প্রসঙ্গে জানতে চাইলে গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, আমার ছেলে মাশরাফির কোনো লোভ লালসা নেই। সে সৎভাবেই জীবন যাপন করে। সুতরাং সংসদ সদস্য নির্বাচিত হলে অবশ্যই নড়াইলের উন্নয়নে কাজ করবে।
নড়াইলের প্রতি মাশরাফির যথেষ্ট ভালবাসা থাকার কারণেই প্রায় দেড় বছর আগে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে চলেছে। আগামীতেও নড়াইলের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
মাশরাফীর মা হামিদা বেগম বলাকা বলেন, ‘আমি কৌশিকের মা হিসেবে অবশ্যই গর্বিত। মাশরাফী যখন মাঠে ক্রিকেট খেলতে নামে তখন টেলিভিশনের সামনেই বসে থাকি। ওর বন্ধুরাও আমাদের বাসায় বসে খেলা দেখে। সে জিতলে যেন চোখে পানি চলে আসে। হেরে গেলে মনে হয় আমি সবচেয়ে বেশি কষ্ট পাই। শুধু মাশরাফী একা নয়, ক্রিকেটের সব প্লেয়ারই আমার সন্তান। আমি শুধু মাশরাফীর জন্য নয়, সকল প্লেয়ারদের জন্য দোয়া চাই।
সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মাশরাফীর মা বলেন, মাশরাফী সব সময় মানুষের সেবা করে থাকে। নির্বাচনে জয়লাভ করতে পারলে অবশ্যই মানুষের সেবা করতে পারবে। মাশরাফীর জন্য আপনারা দোয়া করবেন।’
মাশরাফীর নির্বাচন ঘিরে তার বাড়িতে দলীয় নেতাকর্মীদের ভীর পড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে মাশরাফী ভক্তরাও নির্বাচনের জন্য নড়াইলে এসেছেন। শনিবার মাশরাফী ঢাকা হতে নড়াইলে আসবেন। নড়াইলের কালনা ঘাট থেকে দলীয় নেতাকর্মীরা মাশরাফীকে বরণ করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।