এ ধরনের অত্যাচার `৭১ এও হয়নি : রেজা কিবরিয়া
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২৩:২১
বিএনপির গ্রেপ্তার নেতার স্বজনদের সহমর্মিতা জানান রেজা কিবরিয়া। ছবি: দেশ রূপান্তর
হবিগঞ্জ- ১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির তিন নেতাকে গেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন, ’৭১ এও এ ধরনের অত্যাচার হয়নি।
সদ্য গণফোরামে যোগ দেওয়া এ নেতা শুক্রবার ফোনে দেশ রূপান্তরকে বলেন, গভীর রাতে বাড়িতে হানা দিয়ে নিরপরাধ পিতাকে আড়াই বছরের শিশুর চোখের সামন থেকে পুলিশ টেনেহিঁচড়ে নিয়ে যাবে তা কল্পনা করতে পারি না।
রেজা কিবরিয়া বলেন, আমরা কোন দেশে আছি? আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, যুদ্ধ করতে নয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের ধরে নিয়ে যাবে তা স্বাধীন দেশের পুলিশের কাজ হতে পারে না।পুলিশের এসব কর্মকাণ্ড দেখে খুব রাগ হচ্ছে।
তিনি বলেন, ওই তিন নেতার দোষ হচ্ছে, তারা আমার সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছিল। এসব কর্মকাণ্ডে সরকার জনপ্রিয়তা হারাচ্ছে। তারা বুঝতে পারছে না জনমনে দিন দিন ক্ষোভ বাড়ছে।
বৃহস্পতিবার গভীর রাতে দুই ট্রাক ভর্তি পুলিশ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন যুবদল নেতা রুহেল, ইউপি মেম্বার আলম এবং করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
খবর পেয়ে শুক্রবার সকালে গ্রেফতার তিন নেতার বাড়িতে সমবেদনা জানাতে ছুটে যান ড. রেজা কিবরিয়া। সেখানে নেতাদের পরিবারের সদস্য ও স্বজনদের কান্না দেখে তিনি আপ্লুত হন।
উল্লেখ্য গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ড. রেজা কিবরিয়া ধানের শীষ নিয়ে এ আসনে নির্বাচনে লড়ছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২৩:২১

হবিগঞ্জ- ১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির তিন নেতাকে গেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন, ’৭১ এও এ ধরনের অত্যাচার হয়নি।
সদ্য গণফোরামে যোগ দেওয়া এ নেতা শুক্রবার ফোনে দেশ রূপান্তরকে বলেন, গভীর রাতে বাড়িতে হানা দিয়ে নিরপরাধ পিতাকে আড়াই বছরের শিশুর চোখের সামন থেকে পুলিশ টেনেহিঁচড়ে নিয়ে যাবে তা কল্পনা করতে পারি না।
রেজা কিবরিয়া বলেন, আমরা কোন দেশে আছি? আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, যুদ্ধ করতে নয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের ধরে নিয়ে যাবে তা স্বাধীন দেশের পুলিশের কাজ হতে পারে না।পুলিশের এসব কর্মকাণ্ড দেখে খুব রাগ হচ্ছে।
তিনি বলেন, ওই তিন নেতার দোষ হচ্ছে, তারা আমার সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছিল। এসব কর্মকাণ্ডে সরকার জনপ্রিয়তা হারাচ্ছে। তারা বুঝতে পারছে না জনমনে দিন দিন ক্ষোভ বাড়ছে।
বৃহস্পতিবার গভীর রাতে দুই ট্রাক ভর্তি পুলিশ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন যুবদল নেতা রুহেল, ইউপি মেম্বার আলম এবং করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
খবর পেয়ে শুক্রবার সকালে গ্রেফতার তিন নেতার বাড়িতে সমবেদনা জানাতে ছুটে যান ড. রেজা কিবরিয়া। সেখানে নেতাদের পরিবারের সদস্য ও স্বজনদের কান্না দেখে তিনি আপ্লুত হন।
উল্লেখ্য গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ড. রেজা কিবরিয়া ধানের শীষ নিয়ে এ আসনে নির্বাচনে লড়ছেন।