ঝালকাঠিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন
ঝালকাঠি প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪৬
শনিবার ভোরে ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। ছবি: দেশ রূপান্তর
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে পৌরসভার মধ্য গৌরিপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগ।
স্থানীয়রা জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য গৌরিপাশা এলাকায় আওয়ামী লীগ একটি নির্বাচনী কার্যালয় স্থাপন করে। শনিবার সকালে স্থানীয়রা কার্যালয়টিতে আগুন জলতে দেখে চিৎকার শুরু করে। লোকজন এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে।
নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, আগুনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঝালকাঠি প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪৬

ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে পৌরসভার মধ্য গৌরিপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগ।
স্থানীয়রা জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য গৌরিপাশা এলাকায় আওয়ামী লীগ একটি নির্বাচনী কার্যালয় স্থাপন করে। শনিবার সকালে স্থানীয়রা কার্যালয়টিতে আগুন জলতে দেখে চিৎকার শুরু করে। লোকজন এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে।
নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, আগুনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।