কারাবন্দী বাবার জন্য ধানের শীষে ভোট চাইছেন ঢাবি শিক্ষিকা
দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা | ২২ ডিসেম্বর, ২০১৮ ২২:৫৩
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী। ২০১৫ সালে চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে আগুনে পুড়িয়ে আট যাত্রী হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। মনিরুল হকের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক চৌধুরী সায়মা ফেরদৌস বাবার পক্ষে নেমেছেন প্রচারে।
দেশ রূপান্তরকে তিনি বলেন, যেসব মামলায় বাবাকে কারাগারে নেওয়া হয়েছে, এর সঙ্গে বাবার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতে এমনটা করা হচ্ছে।
তার বিশ্বাস, শিগগির তিনি মুক্ত হয়ে নির্বাচনী মাঠে আসবেন।
সম্প্রতি ঐক্যফ্রন্ট নেতারা কুমিল্লায় পথসভা করেছেন। পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জনতার সামনে মনিরুল হকের জন্য অশ্রু ফেলেন। কিছুদিন আগে মনিরুল কারাগারে অনশন শুরু করেন। তার এই অনশন ভাঙার জন্য আহ্বান জানান মির্জা ফখরুল।
মনিরুল হকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলা বিচারাধীন ও সদর দক্ষিণ মডেল থানায় আরও দুটি মামলা তদন্তাধীন আছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে কারাগারে থেকেও তিনি জিতবেন।
কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এলাকায় বিভিন্ন গণসংযোগ, পথসভা, চাচক্রসহ বিভিন্ন মাধ্যমে সক্রিয় তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা | ২২ ডিসেম্বর, ২০১৮ ২২:৫৩

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী। ২০১৫ সালে চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে আগুনে পুড়িয়ে আট যাত্রী হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। মনিরুল হকের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক চৌধুরী সায়মা ফেরদৌস বাবার পক্ষে নেমেছেন প্রচারে।
দেশ রূপান্তরকে তিনি বলেন, যেসব মামলায় বাবাকে কারাগারে নেওয়া হয়েছে, এর সঙ্গে বাবার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতে এমনটা করা হচ্ছে।
তার বিশ্বাস, শিগগির তিনি মুক্ত হয়ে নির্বাচনী মাঠে আসবেন।
সম্প্রতি ঐক্যফ্রন্ট নেতারা কুমিল্লায় পথসভা করেছেন। পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জনতার সামনে মনিরুল হকের জন্য অশ্রু ফেলেন। কিছুদিন আগে মনিরুল কারাগারে অনশন শুরু করেন। তার এই অনশন ভাঙার জন্য আহ্বান জানান মির্জা ফখরুল।
মনিরুল হকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলা বিচারাধীন ও সদর দক্ষিণ মডেল থানায় আরও দুটি মামলা তদন্তাধীন আছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে কারাগারে থেকেও তিনি জিতবেন।
কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এলাকায় বিভিন্ন গণসংযোগ, পথসভা, চাচক্রসহ বিভিন্ন মাধ্যমে সক্রিয় তিনি।