ইশ্বরদীতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় বিএনপির ঝাড়ু মিছিল
ইশ্বরদী প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ২২:২৩
ইশ্বরদীতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল।
পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ঈশ্বরদীতে ঝাড়ু মিছিল শেষে তার কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
শনিবার বিকালে ঈশ্বরদীর রেলগেটস্থ খায়রুজ্জামান বাস টার্মিনাল থেকে হাজার হাজার বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঝাঁটা হাতে হাবিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী পুরনো মোটরস্ট্যান্ডে এসে শেষ হয়। এখানে মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সরদার।
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় স্থগিতকৃত ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আতিয়ার রহমান, ইসলাম হোসেন জুয়েল প্রমুখ।
এসময় হাবিুবর রহমান হাবিবকে ঈশ্বরদীতে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিবের পক্ষে নির্বাচনী প্রচারে না নামার অভিযোগ করে তিনি কেন্দ্রীয় কমিটিতে তার প্রভাব খাটিয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করিয়েছেন।
গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি স্থগিত ও বিলুপ্তির কথা জানতে পেরে হাজার হাজার নেতা-কর্মীরা হাবিবের বিরুদ্ধে ফুঁসে ওঠেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি সিরাজ সরদার বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটি পুনর্বহাল করা না হলে নির্বাচনের আগেই ঈশ্বরদীতে বিএনপি আরো বড় কর্মসূচী গ্রহণ করবে। এসময় পথসভাস্থলে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ্য করে বিভিন্ন শ্লোগান দেন এবং তাকে ঈশ্বরদীতে অবাঞ্ছিত ঘোষণা করে তার পক্ষে নির্বাচন না করার ঘোষণা দেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ইশ্বরদী প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ২২:২৩
.jpg)
পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ঈশ্বরদীতে ঝাড়ু মিছিল শেষে তার কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
শনিবার বিকালে ঈশ্বরদীর রেলগেটস্থ খায়রুজ্জামান বাস টার্মিনাল থেকে হাজার হাজার বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঝাঁটা হাতে হাবিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী পুরনো মোটরস্ট্যান্ডে এসে শেষ হয়। এখানে মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সরদার।
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় স্থগিতকৃত ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আতিয়ার রহমান, ইসলাম হোসেন জুয়েল প্রমুখ।
এসময় হাবিুবর রহমান হাবিবকে ঈশ্বরদীতে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিবের পক্ষে নির্বাচনী প্রচারে না নামার অভিযোগ করে তিনি কেন্দ্রীয় কমিটিতে তার প্রভাব খাটিয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করিয়েছেন।
গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি স্থগিত ও বিলুপ্তির কথা জানতে পেরে হাজার হাজার নেতা-কর্মীরা হাবিবের বিরুদ্ধে ফুঁসে ওঠেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি সিরাজ সরদার বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটি পুনর্বহাল করা না হলে নির্বাচনের আগেই ঈশ্বরদীতে বিএনপি আরো বড় কর্মসূচী গ্রহণ করবে। এসময় পথসভাস্থলে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ্য করে বিভিন্ন শ্লোগান দেন এবং তাকে ঈশ্বরদীতে অবাঞ্ছিত ঘোষণা করে তার পক্ষে নির্বাচন না করার ঘোষণা দেন।