একতরফা থাকবেন না প্রশাসনকে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ২৩:১৩
নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ছবি: দেশ রূপান্তর
মির্জা ফখরুল প্রশাসনকে একতরফা না থাকার আহ্বান জানিয়ে বলেছেন, একতরফা থাকলে তার পরিণতি ভালো হয় না। তিনি শনিবার বিকেলে নিজ নির্বাচনী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের ২৯ মাইলে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
গত ২১ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এক হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে আগুন লাগার ঘটনায় ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল এর তীব্র নিন্দা জানান। ঠাকুরগাঁওয়ে বিএনপির এমন কোন নেতা নেই যে এই ধরনের কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি গড়েয়া ইউনিয়নের ডি-হাটে, কার্তিক তলা, জাঠিভাঙ্গায় নির্বাচনী পথ সভায় যোগ দেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ২৩:১৩

নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ছবি: দেশ রূপান্তর
মির্জা ফখরুল প্রশাসনকে একতরফা না থাকার আহ্বান জানিয়ে বলেছেন, একতরফা থাকলে তার পরিণতি ভালো হয় না। তিনি শনিবার বিকেলে নিজ নির্বাচনী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের ২৯ মাইলে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
গত ২১ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এক হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে আগুন লাগার ঘটনায় ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল এর তীব্র নিন্দা জানান। ঠাকুরগাঁওয়ে বিএনপির এমন কোন নেতা নেই যে এই ধরনের কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি গড়েয়া ইউনিয়নের ডি-হাটে, কার্তিক তলা, জাঠিভাঙ্গায় নির্বাচনী পথ সভায় যোগ দেন।
শেয়ার করুন