ফটিকছড়িতে ধানের শীষের মিছিলে হামলা, প্রার্থীসহ আহত ১০
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২০:১৪
ক্যাপশন: আহত ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার। ছবি: দেশ রূপান্তর
চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের শীষের মিছিলে হামলা হয়েছে। এতে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, কেন্দ্রীয় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
রোববার বেলা আড়াইটার দিকে চালানো এ হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিএনপি প্রার্থী মিছিল নিয়ে তকিরহাটে আসার পর হঠাৎ পেছন থেকে লোহার রড ও লাটিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায় একদল যুবক। এ সময় গুলির শব্দও শোনা যায়। আজিম উল্লাহ বাহার অভিযোগ করেন, 'আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলাম। হঠাৎ নৌকার সমর্থক একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২০:১৪

ক্যাপশন: আহত ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার। ছবি: দেশ রূপান্তর
চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের শীষের মিছিলে হামলা হয়েছে। এতে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, কেন্দ্রীয় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
রোববার বেলা আড়াইটার দিকে চালানো এ হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিএনপি প্রার্থী মিছিল নিয়ে তকিরহাটে আসার পর হঠাৎ পেছন থেকে লোহার রড ও লাটিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায় একদল যুবক। এ সময় গুলির শব্দও শোনা যায়। আজিম উল্লাহ বাহার অভিযোগ করেন, 'আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলাম। হঠাৎ নৌকার সমর্থক একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
শেয়ার করুন