সমাবেশ করতে সিইসির হস্তক্ষেপ চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২২:২২
নির্বাচনের তিন আগে ২৭ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। রোববার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন ভবনে বিএনপির পক্ষ থেকে এই চিঠি হস্তান্তর করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
পরে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, তারা ২৭ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ২৪ ডিসেম্বরের পর কোনো সমাবেশ করা যাবে না।
নজরুল আরো বলেন, প্রধানমন্ত্রীর জনসভার পর আর কোনো সভা করতে দেবে না পুলিশ। আইন অনুযায়ী আমরা ভোটের ৪৮ ঘণ্টা আগে করতে পারি। এটা আইনের পরিপন্থী।
তিনি আরো বলেন, চট্টগ্রাম, নোয়াখালীতে তাদের প্রার্থীর ওপর হামলা হয়েছে। এসব এলাকার ওসিদের বদলির দাবি জানিয়েছেন তারা।
ওই সময় বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল আমীন, আহমদ আজম খান ও অধ্যাপক সুকোমল বড়ুয়া।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২২:২২

নির্বাচনের তিন আগে ২৭ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। রোববার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন ভবনে বিএনপির পক্ষ থেকে এই চিঠি হস্তান্তর করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
পরে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, তারা ২৭ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ২৪ ডিসেম্বরের পর কোনো সমাবেশ করা যাবে না।
নজরুল আরো বলেন, প্রধানমন্ত্রীর জনসভার পর আর কোনো সভা করতে দেবে না পুলিশ। আইন অনুযায়ী আমরা ভোটের ৪৮ ঘণ্টা আগে করতে পারি। এটা আইনের পরিপন্থী।
তিনি আরো বলেন, চট্টগ্রাম, নোয়াখালীতে তাদের প্রার্থীর ওপর হামলা হয়েছে। এসব এলাকার ওসিদের বদলির দাবি জানিয়েছেন তারা।
ওই সময় বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল আমীন, আহমদ আজম খান ও অধ্যাপক সুকোমল বড়ুয়া।