শাহ মোয়াজ্জেমের গাড়িবহরে হামলা
মুন্সিগঞ্জ প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:১৮
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। এতে ৪ জন বিএনপি কর্মী আহত হয়।
সোমবার দুপুর ২ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিরাজদিখান ও টঙ্গিবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশাদুজ্জামান জানান, বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরের কথা শুনেছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক জানান, গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন শাহ-মোয়াজ্জেম হোসেন। পথিমধ্যে প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় ৫ টি গাড়ি ভাঙচুরের শিকার হয়। এছাড়া ৪ জন দলীয় কর্মী আহত হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মুন্সিগঞ্জ প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:১৮

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। এতে ৪ জন বিএনপি কর্মী আহত হয়।
সোমবার দুপুর ২ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিরাজদিখান ও টঙ্গিবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশাদুজ্জামান জানান, বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরের কথা শুনেছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক জানান, গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন শাহ-মোয়াজ্জেম হোসেন। পথিমধ্যে প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় ৫ টি গাড়ি ভাঙচুরের শিকার হয়। এছাড়া ৪ জন দলীয় কর্মী আহত হয়।
শেয়ার করুন