চাঁদপুরে বিএনপি-আ'লীগ সংঘর্ষ, আহত ২০
চাঁদপুর প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪৩
চাঁদপুর শহরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: দেশ রূপান্তর
চাঁদপুরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যা সলিমকে গণসংযোগকালে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা-কর্মীরা থানায় গিয়ে বিক্ষোভ শেষে শহরের জে এম সেনগুপ্ত রোডের ধানের শীষ প্রতীকের প্রার্থীর বাসভবনে ফেরার সময় নৌকা প্রার্থীর কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্য সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়।
সংঘর্ষ চলাকালে দুই প্রার্থীর বাসভবনে হামলা চালায় প্রতিপক্ষ কর্মী-সমর্থকরা। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এসময় প্রশাসনের লোকজন উভয় দলের কর্ম-সমর্থকদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
সংঘর্ষের ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠার আশঙ্কা রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চাঁদপুর প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪৩

চাঁদপুরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যা সলিমকে গণসংযোগকালে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে বিএনপি নেতা-কর্মীরা থানায় গিয়ে বিক্ষোভ শেষে শহরের জে এম সেনগুপ্ত রোডের ধানের শীষ প্রতীকের প্রার্থীর বাসভবনে ফেরার সময় নৌকা প্রার্থীর কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্য সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়।
সংঘর্ষ চলাকালে দুই প্রার্থীর বাসভবনে হামলা চালায় প্রতিপক্ষ কর্মী-সমর্থকরা। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এসময় প্রশাসনের লোকজন উভয় দলের কর্ম-সমর্থকদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
সংঘর্ষের ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠার আশঙ্কা রয়েছে।