‘হাসিনা ম্যাজিকে’ আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে : কাদের
ফেনী প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৭:০২
সোমবার ফেনীর দাগনভূঞা আতাতুর্ক মডেল সরকারি হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ওবায়দুল কাদের। ছবি: দেশ রূপান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাসিনা ম্যাজিকে’ আবারও আওয়ামী লীগ সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, জনগণ তাদের ভাগ্যোন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।
সোমবার দাগনভূঞা আতাতুর্ক মডেল সরকারি হাই স্কুল মাঠে ফেনী-৩ আসনে মহাজোট প্রার্থীর সমর্থনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কোনো দল বা জোটের নয়। সেনাবাহিনী স্বাধীন ও নিরপেক্ষ। তাই সেনাবাহিনীকে নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, সেনাবাহিনী স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করবেন না। নির্বাচন মাঠে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। বিগত ১০ বছর আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্যোন্নয়নে যে কাজ করেছেন। স্বাধীনতার পর এত উন্নয়ন কোনো সরকার করতে পারেনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে বর্তমানে সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, শতভাগ বিদ্যুতায়ন, ইন্টারনেট সুবিধাসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছেন।
দেশ ও জাতির উন্নয়নের জন্য এবং এ ধারাবাহিকতা রাখতে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে মহাজোট মনোনীত প্রার্থী মাসুদ চৌধুরীকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা সভাপতি আব্দুর রহমান বি.কম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি, মহাজোট মনোনীত প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফেনী প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৭:০২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাসিনা ম্যাজিকে’ আবারও আওয়ামী লীগ সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, জনগণ তাদের ভাগ্যোন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।
সোমবার দাগনভূঞা আতাতুর্ক মডেল সরকারি হাই স্কুল মাঠে ফেনী-৩ আসনে মহাজোট প্রার্থীর সমর্থনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কোনো দল বা জোটের নয়। সেনাবাহিনী স্বাধীন ও নিরপেক্ষ। তাই সেনাবাহিনীকে নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, সেনাবাহিনী স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করবেন না। নির্বাচন মাঠে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। বিগত ১০ বছর আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্যোন্নয়নে যে কাজ করেছেন। স্বাধীনতার পর এত উন্নয়ন কোনো সরকার করতে পারেনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে বর্তমানে সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, শতভাগ বিদ্যুতায়ন, ইন্টারনেট সুবিধাসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছেন।
দেশ ও জাতির উন্নয়নের জন্য এবং এ ধারাবাহিকতা রাখতে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে মহাজোট মনোনীত প্রার্থী মাসুদ চৌধুরীকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা সভাপতি আব্দুর রহমান বি.কম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি, মহাজোট মনোনীত প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমুখ।