ওরা বলেছে যেখানে যাব সেখানে হামলা হবে: মওদুদ
নোয়াখালী প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ২১:০৫
নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট আসনের চরকাঁকড়ায় গণসংযোগ করতে গেলে ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়ি বহরে হামলা হয়েছে। হামলাকারীরা তিনি ‘যেখানে যাবেন সেখানে হামলা হবে’ বলে হুমকি দিয়েছে বলে জানান বিএনপির এ নেতা। তিনি এ ব্যাপারে তিনি জেলা রিটার্নিং অফিসারের নিকট তার নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানান।
রিটার্নিং অফিসার তার নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে মওদুদ আহমদ জানান।
এ ঘটনায় মওদুদ আহমদ ‘অল্পের জন্য বেঁচে যান’ বলে দাবি করেন তিনি। তার দাবি হামলায় আটজন আহত হন ও তাসহ দু’টি গাড়ি ভাংচুর করে সন্ত্রাসীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, সোমবার সকাল ১১টায় চর কাঁকড়ার নতুন হাটে গণসংযোগে গেলে হঠাৎ ৮/১০টি হোন্ডাযোগে ২৫/৩০ জন সন্ত্রাসী গণসংযোগে হামলা চালায়।
ব্যারিস্টার মওদুদ আরো বলেন, আমাদের কর্মীদের ওপর হামলা করে আহত করেছে। তার গাড়ি ভাংচুর করেছে এখন শোনা যাচ্ছে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হবে।
মওদুদ বলেন, শুধু কোম্পানীগঞ্জ নয়, সারা দেশে আওয়ামী লীগ অত্যাচার, নির্যাতন, মামলা-হামলা চালিয়ে ঐক্যফ্রন্টকে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নোয়াখালী প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ২১:০৫

নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট আসনের চরকাঁকড়ায় গণসংযোগ করতে গেলে ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়ি বহরে হামলা হয়েছে। হামলাকারীরা তিনি ‘যেখানে যাবেন সেখানে হামলা হবে’ বলে হুমকি দিয়েছে বলে জানান বিএনপির এ নেতা। তিনি এ ব্যাপারে তিনি জেলা রিটার্নিং অফিসারের নিকট তার নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানান।
রিটার্নিং অফিসার তার নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে মওদুদ আহমদ জানান।
এ ঘটনায় মওদুদ আহমদ ‘অল্পের জন্য বেঁচে যান’ বলে দাবি করেন তিনি। তার দাবি হামলায় আটজন আহত হন ও তাসহ দু’টি গাড়ি ভাংচুর করে সন্ত্রাসীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, সোমবার সকাল ১১টায় চর কাঁকড়ার নতুন হাটে গণসংযোগে গেলে হঠাৎ ৮/১০টি হোন্ডাযোগে ২৫/৩০ জন সন্ত্রাসী গণসংযোগে হামলা চালায়।
ব্যারিস্টার মওদুদ আরো বলেন, আমাদের কর্মীদের ওপর হামলা করে আহত করেছে। তার গাড়ি ভাংচুর করেছে এখন শোনা যাচ্ছে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হবে।
মওদুদ বলেন, শুধু কোম্পানীগঞ্জ নয়, সারা দেশে আওয়ামী লীগ অত্যাচার, নির্যাতন, মামলা-হামলা চালিয়ে ঐক্যফ্রন্টকে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না।