আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিলেন স্বতন্ত্র প্রার্থী
মুন্সীগঞ্জ প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ২২:০৬
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন। সোমবার বিকেলে জেলা শহরের মধ্য কোর্টগাঁও এলাকার নিজ বাসভবনে ফাহরিয়া আফরিন আওয়ামী লীগ প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রার্থী মৃণাল কান্তি দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস-উজ-জামান আনিস প্রমুখ। স্বতন্ত্র প্রার্থী আফরিন বলেন, ‘আজ থেকে আমরা সবাই মিলেমিশে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব। আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।’ চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের স্ত্রী।
সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থী মৃনাল কান্তি দাসকে সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী আফরিন ও পৌর মেয়র ফয়সাল বিপ্লব জেলা শহরে নৌকা প্রতীকের শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি মধ্য কোর্টগাঁও এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরাতন কাচারীতে গিয়ে শেষ হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মুন্সীগঞ্জ প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ২২:০৬

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন। সোমবার বিকেলে জেলা শহরের মধ্য কোর্টগাঁও এলাকার নিজ বাসভবনে ফাহরিয়া আফরিন আওয়ামী লীগ প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রার্থী মৃণাল কান্তি দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস-উজ-জামান আনিস প্রমুখ। স্বতন্ত্র প্রার্থী আফরিন বলেন, ‘আজ থেকে আমরা সবাই মিলেমিশে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব। আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।’ চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের স্ত্রী।
সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থী মৃনাল কান্তি দাসকে সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী আফরিন ও পৌর মেয়র ফয়সাল বিপ্লব জেলা শহরে নৌকা প্রতীকের শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি মধ্য কোর্টগাঁও এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরাতন কাচারীতে গিয়ে শেষ হয়।