সীতাকুণ্ডে নৌকার জনসংযোগে হামলা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী জনসংযোগ চলাকালে পেট্রল বোমা ও ককটেল হামলা হয়েছে। এতে ১০ জন আহত হয়।
মাদামবিবির বাজার জাহানাবাদ এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পেট্রল বোমা হামলায় সাদ্দাম হোসেন(২৯), আবু সালেহ(৪৬), নুরউদ্দীন(৪২) দগ্ধ হয়েছেন। এ ছাড়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও ইউ পি মেম্বার সহিদুল ইসলাম সাহেদ এবং আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন, শামিম, ও হানিফ আহত হয়। আহত বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা যায়, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজমের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল গণসংযোগে বের হয়। এ সময় ভাটিয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ মেম্বার ও স্বেচ্ছাসেবক দলের নেতা মুসলিম উদ্দিন রাজার নেতৃত্বে ১৫০ হতে ২০০ জনের একটি দল গণসংযোগকারীদের ওপর পেট্রল বোমা ও ককটেল হামলা চালায়। এতে ১০ জন আহত হয়। মারাত্মক আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আজম বলেন" আমরা গণসংযোগ শুরুর কিছুক্ষণ পরে বিএনপি জামায়াতের ১৫০হতে ২০০ জনের একটি মিছিল থেকে আমাদের ওপর অতর্কিত ভাবে পেট্রল বোমা ও ককটেল হামলা চালায়।"
তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন উপজেলা বিএনপির আহ্বায়ক তফাজ্জল হোসেন। তিনি বলেন 'এটা তাদের দলীয় সমস্যা, আমদের মিছিলে হামলা চালাতে গিয়ে নিজেরা নিজেদের ওপর হামলা চালায়'।
সীতাকুণ্ড মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী জনসংযোগ চলাকালে পেট্রল বোমা ও ককটেল হামলা হয়েছে। এতে ১০ জন আহত হয়।
মাদামবিবির বাজার জাহানাবাদ এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পেট্রল বোমা হামলায় সাদ্দাম হোসেন(২৯), আবু সালেহ(৪৬), নুরউদ্দীন(৪২) দগ্ধ হয়েছেন। এ ছাড়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও ইউ পি মেম্বার সহিদুল ইসলাম সাহেদ এবং আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন, শামিম, ও হানিফ আহত হয়। আহত বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা যায়, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজমের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল গণসংযোগে বের হয়। এ সময় ভাটিয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ মেম্বার ও স্বেচ্ছাসেবক দলের নেতা মুসলিম উদ্দিন রাজার নেতৃত্বে ১৫০ হতে ২০০ জনের একটি দল গণসংযোগকারীদের ওপর পেট্রল বোমা ও ককটেল হামলা চালায়। এতে ১০ জন আহত হয়। মারাত্মক আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আজম বলেন" আমরা গণসংযোগ শুরুর কিছুক্ষণ পরে বিএনপি জামায়াতের ১৫০হতে ২০০ জনের একটি মিছিল থেকে আমাদের ওপর অতর্কিত ভাবে পেট্রল বোমা ও ককটেল হামলা চালায়।"
তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন উপজেলা বিএনপির আহ্বায়ক তফাজ্জল হোসেন। তিনি বলেন 'এটা তাদের দলীয় সমস্যা, আমদের মিছিলে হামলা চালাতে গিয়ে নিজেরা নিজেদের ওপর হামলা চালায়'।
সীতাকুণ্ড মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"