লালমনিরহাটে পুলিশ-বিজিবি'র যৌথ অভিযানে বিএনপির ৯০ জন আটক
লালমনিরহাট প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ২০:২৯
মঙ্গলবার দুপুরে ধানের শীষের উঠান বৈঠক চলাকালে বৈঠকরতদের বিজিবি ঘিরে ফেলে। পরে সেখান থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭৯ জন নেতাকর্মীকে আটক করা থানায় নিয়ে আসা হয়। ছবি: দেশ রূপান্তর
লালমনিরহাট জেলায় পুলিশ ও বিজিবি'র যৌথ অভিযানে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলার হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে পুলিশ ও বিজিবি'র যৌথ অভিযানে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭৯ জন নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন থেকে আটক করা হয় আরও ১১ জনকে।
উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম উত্তর জাওরানী থেকে মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ভেলাগুড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি রাফিউদ্দারাজ রানু মিয়া, সাধারণ সম্পাদক বাদলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী রয়েছে ।
স্থানীয়রা জানান, গ্রামের ছাতুর দিঘি বাজার সংলগ্ন এক বিএনপি নেতার বাড়িতে উঠান বৈঠক চলাকালে বাড়িটি ঘিরে রাখে পার্শ্ববর্তী জাওরানী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোট ৭৯ জন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বিকেল ৫ টার দিকে হাতীবান্ধা থানায় নিয়ে আসে। এছাড়া লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ মণ্ডলসহ আরও ১১ জনকে বিভিন্ন মামলায় আটক করেছে পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক সাংবাদিকদের জানান, ‘সীমান্ত এলাকায় বৈঠকের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি বৈঠকরতদের ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। সেখান থেকে ৭৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট ১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান, ‘মঙ্গলবার দুপুরে বিএনপি কর্মী আমিনের বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক চলাকালে ওই বাড়িটি বিজিবি ঘিরে ফেলে। পরে সেখান থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭৯ জন নেতাকর্মীকে আটক করা থানায় নিয়ে আসা হয়েছে। তিনি দাবি করে বলেন ,আটক নেতাকর্মীদের কারও বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরোয়ানা নেই ।
এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক দেশ রূপান্তরকে বলেন, জিজ্ঞাসাবাদ চলছে । কাউকে হয়রানি করা হবে না। জিজ্ঞাসাবাদ শেষে নির্দোষ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
লালমনিরহাট প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ২০:২৯

লালমনিরহাট জেলায় পুলিশ ও বিজিবি'র যৌথ অভিযানে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলার হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে পুলিশ ও বিজিবি'র যৌথ অভিযানে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭৯ জন নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন থেকে আটক করা হয় আরও ১১ জনকে।
উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম উত্তর জাওরানী থেকে মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ভেলাগুড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি রাফিউদ্দারাজ রানু মিয়া, সাধারণ সম্পাদক বাদলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী রয়েছে ।
স্থানীয়রা জানান, গ্রামের ছাতুর দিঘি বাজার সংলগ্ন এক বিএনপি নেতার বাড়িতে উঠান বৈঠক চলাকালে বাড়িটি ঘিরে রাখে পার্শ্ববর্তী জাওরানী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোট ৭৯ জন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বিকেল ৫ টার দিকে হাতীবান্ধা থানায় নিয়ে আসে। এছাড়া লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ মণ্ডলসহ আরও ১১ জনকে বিভিন্ন মামলায় আটক করেছে পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক সাংবাদিকদের জানান, ‘সীমান্ত এলাকায় বৈঠকের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি বৈঠকরতদের ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। সেখান থেকে ৭৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট ১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান, ‘মঙ্গলবার দুপুরে বিএনপি কর্মী আমিনের বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক চলাকালে ওই বাড়িটি বিজিবি ঘিরে ফেলে। পরে সেখান থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭৯ জন নেতাকর্মীকে আটক করা থানায় নিয়ে আসা হয়েছে। তিনি দাবি করে বলেন ,আটক নেতাকর্মীদের কারও বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরোয়ানা নেই ।
এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক দেশ রূপান্তরকে বলেন, জিজ্ঞাসাবাদ চলছে । কাউকে হয়রানি করা হবে না। জিজ্ঞাসাবাদ শেষে নির্দোষ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।