সিলেটে বিএনপির হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত
সিলেট প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ২৩:২০
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ পুলিশ আহত হয়েছেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার রাতে উপজেলার হেতিমগঞ্জ বাজারে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর একটি নির্বাচনী সভা চলছিল। ওই এলাকায় পুলিশ নিয়ে টহলে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী।
তিনি বলেন, সভার কারণে বাজারের সড়কে যানজট সৃষ্টি হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক থেকে লোকজনকে সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন। পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ইটের আঘাতে সুমন্ত ব্যানার্জীর মাথা ফেটে যায়। দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া ওই সময় পুলিশের তিনজন সদস্যও সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুমন্ত ব্যানার্জী আশঙ্কামুক্ত রয়েছেন। এলাকার অবস্থা এখন স্বাভাবিক।
এ ব্যাপারে গোলাপগঞ্জ পৌর বিএনপির নেতা ছালিক আহমদ চৌধুরী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাদেরকে ধাওয়া করেন। হামলার কোনো ঘটনা ঘটেনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সিলেট প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ২৩:২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ পুলিশ আহত হয়েছেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার রাতে উপজেলার হেতিমগঞ্জ বাজারে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর একটি নির্বাচনী সভা চলছিল। ওই এলাকায় পুলিশ নিয়ে টহলে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী।
তিনি বলেন, সভার কারণে বাজারের সড়কে যানজট সৃষ্টি হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক থেকে লোকজনকে সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন। পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ইটের আঘাতে সুমন্ত ব্যানার্জীর মাথা ফেটে যায়। দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া ওই সময় পুলিশের তিনজন সদস্যও সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুমন্ত ব্যানার্জী আশঙ্কামুক্ত রয়েছেন। এলাকার অবস্থা এখন স্বাভাবিক।
এ ব্যাপারে গোলাপগঞ্জ পৌর বিএনপির নেতা ছালিক আহমদ চৌধুরী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাদেরকে ধাওয়া করেন। হামলার কোনো ঘটনা ঘটেনি।