ঐক্যফ্রন্ট না, ষড়যন্ত্র ফ্রন্ট: শেখ সেলিম
গোপালগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ২৩:৪২
মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ সদর উপজেলার করাপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ ফজলুল করিম সেলিম। ছবি: দেশ রূপান্তর
জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে গোপালগঞ্জ-০২ আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ’ড. কামালের ঐক্যফ্রন্ট না ষড়যন্ত্র ফ্রন্ট’। মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ সদর উপজেলার করাপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
শেখ সেলিম ড. কামালকে উদ্দেশ্য করে বলেন, ”উনি স্বাধীনতা বিরোধীদের নিয়ে যুদ্ধাপরাধীদের এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে, দেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্রে নেমেছেন।”
করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নওয়াব আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গোপালগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ২৩:৪২

মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ সদর উপজেলার করাপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ ফজলুল করিম সেলিম। ছবি: দেশ রূপান্তর
জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে গোপালগঞ্জ-০২ আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ’ড. কামালের ঐক্যফ্রন্ট না ষড়যন্ত্র ফ্রন্ট’। মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ সদর উপজেলার করাপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
শেখ সেলিম ড. কামালকে উদ্দেশ্য করে বলেন, ”উনি স্বাধীনতা বিরোধীদের নিয়ে যুদ্ধাপরাধীদের এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে, দেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্রে নেমেছেন।”
করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নওয়াব আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।
শেয়ার করুন