বাকি সময়টুকুতে পরিবেশ স্বাভাবিক হবে, আশা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৫
ভোটগ্রহণের দিন পর্যন্ত বাকি সময়টুকু নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আশা করি, এখনো যে সময়টুকু আছে, তাতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে।’
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনী প্রচারণায় সকালে বগুড়া যাবেন মহাসচিব। ওখানে নির্বাচনী সভা শেষ করে রংপুর যাবেন তিনি।
প্রচারণা শেষ করে মির্জা ফখরুল রাতে ঠাকুরগাঁও নিজ বাড়িতে যাবেন বলেও জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৫

ভোটগ্রহণের দিন পর্যন্ত বাকি সময়টুকু নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আশা করি, এখনো যে সময়টুকু আছে, তাতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে।’
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনী প্রচারণায় সকালে বগুড়া যাবেন মহাসচিব। ওখানে নির্বাচনী সভা শেষ করে রংপুর যাবেন তিনি।
প্রচারণা শেষ করে মির্জা ফখরুল রাতে ঠাকুরগাঁও নিজ বাড়িতে যাবেন বলেও জানান তিনি।
শেয়ার করুন