নৌকায় ভোট চেয়ে নারী ফুটবলার আঁখির গণসংযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৭
নৌকার পক্ষে ভোট চাইছেন জাতীয় নারী ফুটবলার আঁখি।
নৌকায় ভোট চেয়ে মাঠে নেমে গণসংযোগ করছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি সন্তান জাতীয় নারী ফুটবল দলের তারকা আঁখি। তিনি ঢাকা থেকে শাহজাদপুরে তার পৈত্তিক বাড়ি পাড়কোলায় এসেই গণসংযোগ শুরু করেছেন।
আঁখি এলাকায় এসে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগ প্রার্থী হাসিবুর রহমান স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এরপর তাকে নিয়ে শাহজাদপুর মহিলা আওয়ামী লীগ আয়োজিত নৌকার একটি মিছিলে অংশ নেন। প্রার্থীকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
এ বিষয়ে ফুটবল তারকা আঁখি জানান, তিনি নির্বাচন পর্যন্ত এভাবেই নৌকার বিজয়ের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইবেন। নৌকার বিজয় নিয়েই আগামী পহেলা জানুয়ারি আবার ঢাকায় জাতীয় দলে ফিরবেন।
উদীয়মান এই নারী ফুটবল তারকাকে কাছে পেয়ে নারী ভোটাররা তাকে খুশিতে জড়িয়ে ধরছেন এবং নৌকায় ভোট প্রদানের আশ্বাস দিচ্ছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৭

নৌকার পক্ষে ভোট চাইছেন জাতীয় নারী ফুটবলার আঁখি।
নৌকায় ভোট চেয়ে মাঠে নেমে গণসংযোগ করছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি সন্তান জাতীয় নারী ফুটবল দলের তারকা আঁখি। তিনি ঢাকা থেকে শাহজাদপুরে তার পৈত্তিক বাড়ি পাড়কোলায় এসেই গণসংযোগ শুরু করেছেন।
আঁখি এলাকায় এসে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগ প্রার্থী হাসিবুর রহমান স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এরপর তাকে নিয়ে শাহজাদপুর মহিলা আওয়ামী লীগ আয়োজিত নৌকার একটি মিছিলে অংশ নেন। প্রার্থীকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
এ বিষয়ে ফুটবল তারকা আঁখি জানান, তিনি নির্বাচন পর্যন্ত এভাবেই নৌকার বিজয়ের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইবেন। নৌকার বিজয় নিয়েই আগামী পহেলা জানুয়ারি আবার ঢাকায় জাতীয় দলে ফিরবেন।
উদীয়মান এই নারী ফুটবল তারকাকে কাছে পেয়ে নারী ভোটাররা তাকে খুশিতে জড়িয়ে ধরছেন এবং নৌকায় ভোট প্রদানের আশ্বাস দিচ্ছেন।
শেয়ার করুন