মির্জা ফখরুলের স্ত্রীর ওপর 'হামলার চেষ্টা'
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৭
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের বাসভবনে সংবাদ সম্মেলনে অভিযোগ করছেন ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। ছবি: দেশ রূপান্তর
ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির প্রার্থী ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে শহরের কালীবাড়িতে ফখরুলের নিজ বাসভবনে আয়োজিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে শহরের বসিরপাড়া এলাকায় ছোট মেয়ে মির্জা সাফার ওরফে সুমিসহ তিনজন ধানের শীষের লিফলেট বিতরণের সময় ওই পাড়ার যুবলীগ-ছাত্রলীগের ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টার করে। ওই সময় আর প্রচারণা চালানো হবে না জানিয়ে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পাওয়া যায়।
এ ধরনের পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করে তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৭

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির প্রার্থী ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে শহরের কালীবাড়িতে ফখরুলের নিজ বাসভবনে আয়োজিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে শহরের বসিরপাড়া এলাকায় ছোট মেয়ে মির্জা সাফার ওরফে সুমিসহ তিনজন ধানের শীষের লিফলেট বিতরণের সময় ওই পাড়ার যুবলীগ-ছাত্রলীগের ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টার করে। ওই সময় আর প্রচারণা চালানো হবে না জানিয়ে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পাওয়া যায়।
এ ধরনের পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করে তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।