চলনবিল হবে মিনি সিঙ্গাপুর: পলক
নাটোর প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৭:০৭
নির্বাচনী এলাকায় পথসভা করছেন জুনাইদ আহমেদ পলক।
নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক চলনবিল এলাকায় দিন-রাত নির্বাচনী প্রচারের পাশাপাশি বিভিন্ন বাজারে পথসভা করছেন।
বুধবার দিনব্যাপী নির্বাচনী এলাকার পমগ্রাম, কুশাবাড়ি, নীলচড়া, বুদার বাজার, শালিখা, রানীনগর স্লুইসগেট বাজার, চকপুর জোড়মল্লিকা, ভাগনাগরকান্দি গ্রাম ও হাট-বাজারে পথসভা ও উঠান বৈঠক করেন।
নির্বাচনী এসব পথসভা ও উঠান বৈঠকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী কয়েক বছরের মধ্যে চলনবিল মিনি সিঙ্গাপুরে রূপান্তর হবে। শেরকোলে ২৫২ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মিত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো বাস্তবায়িত হলে এ এলাকার ২০ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।
এসময় শেরকোল ইউপির চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নাটোর প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৭:০৭

নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক চলনবিল এলাকায় দিন-রাত নির্বাচনী প্রচারের পাশাপাশি বিভিন্ন বাজারে পথসভা করছেন।
বুধবার দিনব্যাপী নির্বাচনী এলাকার পমগ্রাম, কুশাবাড়ি, নীলচড়া, বুদার বাজার, শালিখা, রানীনগর স্লুইসগেট বাজার, চকপুর জোড়মল্লিকা, ভাগনাগরকান্দি গ্রাম ও হাট-বাজারে পথসভা ও উঠান বৈঠক করেন।
নির্বাচনী এসব পথসভা ও উঠান বৈঠকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী কয়েক বছরের মধ্যে চলনবিল মিনি সিঙ্গাপুরে রূপান্তর হবে। শেরকোলে ২৫২ কোটি টাকা ব্যয়ে একটি হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মিত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো বাস্তবায়িত হলে এ এলাকার ২০ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।
এসময় শেরকোল ইউপির চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।