গোপালগঞ্জে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল
গোপালগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৮
আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু শেখ হাসিনা পক্ষে বুধবার বিকেলে টুঙ্গিপাড়ায় বিশাল মিছিল। ছবি: দেশ রূপান্তর
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল নেমেছে। গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু শেখ হাসিনা পক্ষে বুধবার বিকেলে টুঙ্গিপাড়ায় বিশাল মিছিল, শো-ডাউন হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুর রহমান মারুফের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের সামনে থেকে নৌকার পক্ষে বিশাল মিছিল বের করা হয়। টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বঙ্গবন্ধুর সমাধি সৌধে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। তারা আগামী নির্বাচনে নৌকায় রেকর্ড সংখ্যক ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গোপালগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৮
আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু শেখ হাসিনা পক্ষে বুধবার বিকেলে টুঙ্গিপাড়ায় বিশাল মিছিল। ছবি: দেশ রূপান্তর
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল নেমেছে। গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু শেখ হাসিনা পক্ষে বুধবার বিকেলে টুঙ্গিপাড়ায় বিশাল মিছিল, শো-ডাউন হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুর রহমান মারুফের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের সামনে থেকে নৌকার পক্ষে বিশাল মিছিল বের করা হয়। টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বঙ্গবন্ধুর সমাধি সৌধে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। তারা আগামী নির্বাচনে নৌকায় রেকর্ড সংখ্যক ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
শেয়ার করুন