ধানের শীষে ভোট দিয়ে গণনা করে বাড়ি ফিরবেন: মির্জা ফখরুল
বগুড়া প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৩
বগুড়ায বুধবার নির্বাচনী জনসভায় ভাষণ দেন মির্জা ফখরুল। ছবি: দেশ রূপান্তর
বগুড়ায় নির্বাচনী সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনতার উদ্দেশ্যে বলেছেন, ৩০ তারিখে ধানের শীষে ভোট দিয়ে গণনা করে বাড়ি ফিরবেন। এই নির্বাচনের মধ্যদিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে কি-না।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই সরকার নির্বাচন বানচাল করার সবরকম অপচেষ্টা করছে। এই সরকার জুলুমবাজ-নির্যাতনকারী সরকার।
বগুড়া-৬ সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
একই সভায় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশের ভাইদের বলি মেহেরবানি করে ভালো হয়ে যান। বিজিবি’র সদস্যদেরও একই কথা বলি। সেনাবাহিনীর সদস্য ভাইদের বলি, আপনারা দেশের সন্তান, দেশ রক্ষা করা আপনাদের দায়িত্ব; সেই কাজ করেন।
‘আর আওয়ামী লীগের ভাইদের বলি, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা শুধিতে হইবে ঋণ। ৩০ তারিখ সেই দিন সব হিসেব করে নেব’।
সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক জয়নার আবেদীন চাঁন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলী আসগর তালুকদার হেনা প্রমুখ।
সভায় মির্জা ফখরুল বলেন, ৩০ তারিখ ভোটের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
পরে তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার দুটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বগুড়া প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৩

বগুড়ায় নির্বাচনী সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনতার উদ্দেশ্যে বলেছেন, ৩০ তারিখে ধানের শীষে ভোট দিয়ে গণনা করে বাড়ি ফিরবেন। এই নির্বাচনের মধ্যদিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে কি-না।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই সরকার নির্বাচন বানচাল করার সবরকম অপচেষ্টা করছে। এই সরকার জুলুমবাজ-নির্যাতনকারী সরকার।
বগুড়া-৬ সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
একই সভায় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশের ভাইদের বলি মেহেরবানি করে ভালো হয়ে যান। বিজিবি’র সদস্যদেরও একই কথা বলি। সেনাবাহিনীর সদস্য ভাইদের বলি, আপনারা দেশের সন্তান, দেশ রক্ষা করা আপনাদের দায়িত্ব; সেই কাজ করেন।
‘আর আওয়ামী লীগের ভাইদের বলি, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা শুধিতে হইবে ঋণ। ৩০ তারিখ সেই দিন সব হিসেব করে নেব’।
সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক জয়নার আবেদীন চাঁন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলী আসগর তালুকদার হেনা প্রমুখ।
সভায় মির্জা ফখরুল বলেন, ৩০ তারিখ ভোটের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
পরে তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার দুটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।